বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কফিনের ছবি তুলে ক্ষমা চাইলেন ম্যারাডোনার শেষকৃত্য কর্মী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ নভেম্বর, ২০২০ ১৩:৪০

ক্লদিও ফার্নান্দেস নামের ওই কর্মীর একটি ছবি প্রকাশ পায় ম্যারাডোনার কফিনের পাশে। সেখানে তিনি, তার ছেলে ও তৃতীয় এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। ছবিতে তার ছেলে ‘থামস আপ’ দেখাচ্ছেন।

ম্যারাডোনার কফিনের সঙ্গে ছবি তোলার জন্য ক্ষমা চেয়েছেন এক শেষকৃত্য কর্মী।

ক্লদিও ফার্নান্দেস নামের ওই কর্মীর একটি ছবি প্রকাশিত হয় ম্যারাডোনার কফিনের পাশে। সেখানে তিনি, তার ছেলে ও তৃতীয় এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। ছবিতে তার ছেলে ‘থামস আপ’ দেখাচ্ছেন।

বুয়েনোস আইরেসের প্রেসিডেন্ট প্যালেসে ছবিটি তোলা হয়, যেখানে ম্যারাডোনার কফিন রাখা ছিল বৃহস্পতিবার।

ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলে জানিয়েছে বিবিসি। অনেকেই ‘ফুটবল ঈশ্বরের’ কফিনের পাশে দাঁড়িয়ে ছবি তোলায় ক্ষুব্ধ হয়েছেন।

ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা জানিয়েছেন, তিনি ‘এই জঘন্য’ ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

তবে ছবিটির জন্য ক্ষমা চেয়েছেন ফার্নান্দেস। তিনি বুয়েনোস আইরেসের রেডিও টেনকে বলেন, ছবি তোলার বিষয়টি ছিল একেবারেই ‘তাৎক্ষণিক’।

হার্ট অ্যাটাকে বুধবার রাতে মৃত্যু হয় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার।

এ বিভাগের আরো খবর