নেপালের সাথে দুই ম্যাচে বাংলাদেশ জিতেছিলো একটিতে, অন্যটি হয়েছিলো ড্র। তাতেই ফিফার র্যাংকিংয়ে উন্নতি ঘটল জামাল ভূঁইয়াদের।
নেপালের সাথে ম্যাচ দুটির আগে বাংলাদেশের র্যাংকিং ছিলো ১৮৭, নেপালের ১৭০। র্যাংকিংয়ে উপরে থাকা দলের সাথে দুই ম্যাচে অপরাজিত থাকার পুরষ্কার হিসেবে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে উঠে এলো ১৮৪ এ। অন্যদিকে এক ধাপ নেমে গিয়ে নেপালের অবস্থান এখন ১৭১।
এশিয়ার ৪৬ দলের ভেতর বাংলাদেশের অবস্থান ৩৮ তম। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম, তাদের নীচে আছে পাকিস্তান, শ্রীলংকা ও ভূটান। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে আছে ভারত, র্যাংকিংয়ে তারা আছে ১০৪ নম্বরে।
আগামী ৪ ডিসেম্বর কাতারের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে এখন কাতারে বাংলাদেশ দল।
ফিফা র্যাংকিংএর প্রথম ছয় স্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ স্থান বেলজিয়ামের দখলে। এর পরের পাঁচটি অবস্থান যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেনের দখছে।
এক ধাপ এগিয়ে সাতে উঠেছে আর্জেন্টিনা। আর এক ধাপ নেমে আট নম্বরে উরুগুয়ে। দুই ধাপ করে এগিয়ে মেক্সিকোর অবস্থান ৯, ইতালির ১০।
এই দুটি দেশ উপরে উঠার পর ছিটকে গেছে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। এক ধাপ পিছিয়ে ক্রোয়াটরা এখন ১১ নম্বরে। সবচেয়ে বেশি অবনমন হয়েছে কলম্বিয়ার। তাদের অবস্থান ১৫ নম্বরে।