বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাবা-মার পাশে চিরনিদ্রায় ম্যারাডোনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ নভেম্বর, ২০২০ ০৯:০৭

মোটর শোভাযাত্রার মাধ্যমে ম্যারাডোনার মরদেহ নিয়ে যাওয়া হয় বেয়া ভিস্তার কবরস্থানে। শেষকৃত্যে যোগ দেয়ার সুযোগ পান তার পরিবার ও কাছের ডজনখানেক মানুষ। আনুষ্ঠানিকতা শেষে বাবা-মার পাশে শায়িত হন ফুটবল ঈশ্বর।
ভক্তদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রেসিডেন্ট প্যালেসে এক দিন রাখার পর, বাংলাদেশ সময় শুক্রবার ভোরে সমাহিত করা হয়েছে ডিয়েগো ম্যারাডোনাকে। বাবা-মার পাশেই চিরনিদ্রায় শায়িত হন ফুটবল ঈশ্বর।প্রেসিডেন্ট প্যালেস কাসা রোসাদা থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বুয়েনোস আইরেসের বেয়া ভিস্তার কবরস্থানে।কিংবদন্তির  শেষকৃত্যে যোগ দেয়ার সুযোগ পান তার পরিবার ও কাছের ডজনখানেক মানুষ। আনুষ্ঠানিকতা শেষে এখানে শেষ শয্যা হয়েছে ম্যারাডোনার।বুধবার হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পরদিন আর্জেন্টিনার পতাকা দিয়ে মোড়ানো ও ১০ নম্বর খচিত ম্যারাডোনার কফিন প্রেসিডেন্ট প্রাসাদ কাসা রোসাদায় রাখা হয়। সেখানে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হন ম্যারাডোনা।ফুটবল জাদুকরকে এক নজর দেখতে ভক্তরা ভিড় করেন। এক কিলোমিটারেরও লম্বা লাইন হয় দর্শনার্থীদের। নিরাপত্তায় এক হাজার পুলিশ সদস্য নিয়োগ দেয় নগর কর্তৃপক্ষ।ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়তে হয়েছে।শ্রদ্ধা নিবেদনের জন্য তিন দিন তার মরদেহ প্যালেসে রাখার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো খবর