ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনার প্রয়াণে শোকে কাতর পুরো ফুটবল বিশ্ব। দেশের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকারাও শোক প্রকাশ করছেন। কাতার থেকে শোক জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই খেলতে কাতারে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা।
এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার ম্যারাডোনার বিদায়ে শোক প্রকাশ করে জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যারাডোনাকে কখনও ভোলা সম্ভব নয়, সবসময় তিনি আমাদের হৃদয়ে থাকবেন।’
শুধু ফুটবল বিশ্ব নয় পুরো পৃথিবীর জন্য এই খবর শোকের বলে জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক, ‘সবাই জানে যে ম্যারাডোনা মারা গেছে। এটা ফুটবল বিশ্বের জন্য একটা দুঃখের সংবাদ। শুধু ফুটবল বিশ্বে নয় সারা বিশ্বেই আসলে শোক চলছে। মাত্র ৬০ বছরে চলে গেছেন তিনি।’
ফুটবলারদের জন্য এই শোকটা যেন আরও বেশি বললেন জামাল, ‘যারা ফুটবল খেলছে তাদের বেশি খারাপ লাগছে। কারণ ম্যারাডোনা একজন আইকন। একজন লেজেন্ড। সবাই জানে তিনি ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছেন। ইতালিতে নাপোলিতে খেলছেন। তিনি তার ক্যারিয়ারে অনেককিছু জিতেছেন।
‘বাংলাদেশে অনেক আর্জেন্টিনার সমর্থক আছে। ওরা সবাই বলে ম্যারাডোনা, ম্যারাডোনা। আমার জন্য, পুরো বিশ্বের জন্য, আর্জেন্টিনার ফ্যানদের জন্য এটা খুবই দুঃখের সংবাদ।’
শোকের মাঝেও বৃহস্পতিবার এক ঘণ্টা জিমে ঘাম ঝরান জামাল ভূঁইয়ারা। বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচের জন্য অনুশীলন করছেন ফুটবলাররা। দ্বিতীয় ম্যাচটি হবে ২৮ নভেম্বর। বাংলাদেশ মুখোমুখি হবে লুসাইল ফুটবল ক্লাবের। খেলা হবে সুপার ক্লাবের এক নম্বর মাঠে।
ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে যোগ দিয়েছেন স্ট্রাইকার সুমন রেজা। আর চতুর্থবারের মতো কোভিড টেস্টে পজিটিভ এসেছে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডের। রোববার আরেকটি টেস্ট করাবেন তিনি। নেগেটিভ আসলে কাতার যাবেন জেমি।
৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ।