বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আমার জন্য ফুটবলকে কলঙ্কিত বলা যাবে না’

  •    
  • ২৬ নভেম্বর, ২০২০ ১২:১০

বিশ্বকাপ জিততে কীভাবে উজ্জীবিত করেছেন সতীর্থদের সে প্রসঙ্গে আর্জেন্টাইন তারকা বলেন, ‘খেলোয়াড়দের আমি বলেছি বিশ্বকাপ জেতার কাছে একটা মানুষের জীবনে ৩০ দিনের ত্যাগ কিছুই না। এটি আকাশ ছোঁয়ার মতো একটা বিষয়।’

ফুটবল মাঠে তার কলাকৌশলের মতোই বিচিত্র ছিল বাইরের জীবনযাপন। বর্ণিল চরিত্রের ডিয়েগো ম্যারাডোনা কখনই পিছপা হননি অপ্রিয় সত্য বলায়। কখনও করতেন কটাক্ষ। কখনও বা নিতান্তই আমুদে মেজাজে করতেন হেঁয়ালি মন্তব্য।

ম্যারাডোনার সেরা কিছু উক্তি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।

১. পেলে না তিনি সেরা এই প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, ‘মা আমাকে সর্বকালের সেরা মনে করেন। যখন তিনি এ কথা বলেন, তাহলে তো আমাকে মানতেই হচ্ছে আমিই সর্বকালের সেরা।’

২. যেকোনো সময়ে ফুটবল খেলবেন কি না এর উত্তরে ফুটবল কিংবদন্তি বলেন, ‘যদি সাদা পোশাকে কোনো বিয়ের অনুষ্ঠানে থাকি আর সে সময়ে কোনো কাদামাখা বল আমার দিকে আসে, কোনো চিন্তা না করেই বুক দিয়ে সেটি থামাব।’

৩. বিশ্বকাপ জিততে কীভাবে উজ্জীবিত করেছেন সতীর্থদের, সে বিষয়ে আর্জেন্টাইন তারকা বলেন, ‘খেলোয়াড়দের আমি বলেছি বিশ্বকাপ জেতার কাছে একটা মানুষের জীবনে ৩০ দিনের ত্যাগ কিছুই না। এটি আকাশ ছোঁয়ার মতো একটা বিষয়।’

৪. ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করার পর বলেন, ‘ঈশ্বরের হাত ও ম্যারাডোনার মাথা থেকে এসেছে গোলটি।’

৫. প্রথমবার হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর বলেন, ‘ঈশ্বর যখন ভাববেন আমার সময় ফুরিয়েছে, তখনই তিনি আমাকে নিতে আসবেন। তার আগে নয়।’

৬. মেসি না রোনালডো কাকে বেশি পছন্দ, এর উত্তরে ম্যারাডোনা বলেন, ‘মেসি গোল করার পর উদযাপন করে। ক্রিস্টিয়ানো (রোনালডো) গোল করার এমনভাবে পোজ দেয় যে শ্যাম্পুর বিজ্ঞাপন করছে।’

৭. ১৯৯৪ বিশ্বকাপ থেকে ফিফা তাকে বহিস্কার করার পর বলেন, ‘মনে হচ্ছে কেউ আমার পা জোড়া কেটে নিয়ে গেছে।’

৮. নিজের জীবনের দর্শন নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার বলেন, ‘আমি হয় সাদা না হয় কালো ছিলাম। কখনোই ধূসর ছিলাম না।’

৯. জীবনের অজস্র বিতর্ক নিয়ে বলেন, ‘আমি ম্যারাডোনা। যে গোল করে, যে ভুলও করে। আমি সবই নিতে পারি। সবার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার মতো চওড়া কাঁধ আমার আছে।’

১০. ফুটবল মাঠ থেকে বিদায় নেয়ার সময় ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি ভুল করেছি এবং সেটার জন্য চড়া মূল্য দিতে হয়েছে। কিন্তু আমার জন্য ফুটবলকে কলঙ্কিত বলা যাবে না।’

এ বিভাগের আরো খবর