ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে টিকে থাকল রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের গ্রুপ বিতে ইন্টারনাৎসিওনালকে তারা হারায় ২-১ গোলে।এই জয়ে নক আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল রিয়াল। আরও দুই রাউন্ড খেলা বাকি আছে গ্রুপ পর্বে।
মাঠের নামার আগে দুই দলই সম্মান জানায় প্রয়াত ফুটবল গ্রেট ডিয়েগো ম্যারাডোনাকে।এক মিনিট নীরবতা পালন করা হয় তার স্মৃতির উদ্দেশে।ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের মাঠে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল। পঞ্চম মিনিটে নাচোকে নিজেদের বক্সে ফাউল করেন ইন্টার মিলান ডিফেন্ডার নিকোলা বারেলা।
রেফারি পেনাল্টির নির্দেশ দিলে, স্পট থেকে দলকে এগিয়ে দেন ইডেন অ্যাজার।চ্যাম্পিয়নস লিগে এই বেলজিয়ান তিন বছর পর গোল করলেন।
পিছিয়ে পড়ার পর আগ্রাসী হয়ে খেলার চেষ্টা করে ইন্টার। কিন্তু ৩৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় তারা।
রিয়ালের বক্সে ডিফেন্ডার রাফায়েল ভারান ফাউল করেন আর্তুরো ভিদালকে। চিলিয়ান মিডফিল্ডার পেনাল্টির আবেদন করলে তাতে সাড়া দেননি রেফারি অ্যান্থনি টেইলর।
রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ভিদালকে হলুদ কার্ড দেখান তিনি। তবে, ভিদাল তর্ক করে যেতে থাকলে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেন টেইলর।
বাকি সময়ে ১০ জন নিয়েই ম্যাচ খেলতে হয় ইন্টারকে। ফলে, কিছুটা রক্ষণাত্মক ঢংয়ে খেলতে থাকে আন্তোনিও কন্তের দল।
ম্যাচের নির্ধারণী গোল আসে ৫৯ মিনিটে। লুকাস ভাসকেসের ডান প্রান্ত থেকে করা ক্রসে কাছ থেকে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। জালে জড়ানোর আগে ইন্টারের আচরাফ হাকিমির পা ছুঁয়ে গেলে আত্মঘাতী হিসেবেই বিবেচিত হয় গোলটি।
এরপর আর কোনো দল স্কোর করতে না পারলে ২-০ ব্যবধানেই ম্যাচ জিতে মাদ্রিদে ফেরে রিয়াল।
এই জয়ে গ্রুপ বিতে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল। চার ম্যাচ থেকে তাদের সংগ্রহ সাত। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। ইউক্রেইনের শাখতার দনেৎস্ককে ৪-০ গোলে হারায় জার্মান ক্লাবটি। ইন্টার আছে শেষে আর শাখতার আছে তিনে।
রাতের অন্য ম্যাচে রেডবুল সালজবুর্গকে ৩-১ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। অঘটন ছিল অ্যানফিল্ডে। নিজেদের মাঠে ইতালির আতালান্তার কাছে ২-০ গোলে হেরে যায় লিভারপুল।