বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘স্বর্গে একদিন একসঙ্গে ফুটবল খেলব’

  •    
  • ২৬ নভেম্বর, ২০২০ ০০:১৬

ক্রীড়া জগতের তারকারা এই কিংবদন্তির বিদায়ে নিজেদের শোক প্রকাশ করছেন। অধিকাংশই বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে।

ডিয়েগো ম্যারাডোনার আকস্মিক বিদায়ে শোকে মুহ্যমান পুরো বিশ্ব। ক্রীড়া জগতের তারকারা এই কিংবদন্তির বিদায়ে নিজেদের শোক প্রকাশ করছেন। অধিকাংশই বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে।

সর্বকালের সেরা ফুটবলারের প্রতিযোগিতায় ম্যারাডোনার সবচেয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী আরেক কিংবদন্তি পেলে মর্মাহত তার চলে যাওয়ায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খুব কাছের এক বন্ধু হারালাম। পৃথিবী হারাল এক কিংবদন্তিকে। একদিন আশা রাখি স্বর্গে একসঙ্গে আমরা ফুটবল খেলব।’ম্যারাডোনার উত্তরসূরি ও অনেকের চোখে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি ‘ফুটবল ঈশ্বরের’ চলে যাওয়াকে বলছেন পুরো আর্জেন্টিনার ক্ষতি। ইনস্টাগ্রামে নিজের ও ম্যারাডোনার ছবি পোস্ট করেছেন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক।

লিখেছেন, ‘পুরো আর্জেন্টিনা ও ফুটবলের জন্য দুঃখের দিন। তিনি চলে গিয়েও আমাদের মাঝে থাকবেন, কারণ ডিয়েগো চিরদিনের। তার সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো মনে পড়বে।’

ম্যারাডোনার সঙ্গে ছবি দিয়ে শোক জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ছবি: ইনস্টাগ্রাম

সময়ের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালডো ম্যারাডোনাকে উল্লেখ করেছেন জাদুকর হিসেবে। টুইটে তিনি লেখেন, ‘আজ বিদায় জানাচ্ছি একজন বন্ধুকে এবং পৃথিবী বিদায় জানাল একজন জিনিয়াসকে। সর্বকালের অন্যতম সেরা। একজন অপ্রতিদ্বন্দ্বী জাদুকর। তিনি অনেক জলদি চলে গেলেন।’

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে টুইটারে শোক জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালডো। ছবি: টুইটার

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ম্যারাডোনার ৮৬ বিশ্বকাপ জয়ের ছবি। ক্যাপশনে লিখেছেন ‘বিদায় কিংবদন্তি। আপনার ইতিহাস পড়ে রইল। ফুটবল আপনাকে ধন্যবাদ জানায়।’

বর্তমান প্রজন্মের অন্যতম সেরা তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপে ম্যারাডোনাকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন কিংবদন্তি। আপনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। পুরো বিশ্বকে আনন্দে মাতিয়ে রাখার জন্য ধন্যবাদ।’

বিশ্বের অন্যতম সেরা ফুটবল কোচ জোসে মরিনিয়ো ইনস্টাগ্রামে ম্যারাডোনার সঙ্গে নিজের পাঁচটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে কান্নার ইমোজিসহ লিখেছেন, ‘ডন ডিয়েগো...সত্যি বন্ধু! তোমার কথা মনে পড়বে।’

ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ও ৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিপক্ষে খেলা গ্যারি লিনেকার তাকে প্রজন্মের সেরা ফুটবলার বলে টুইট করেছেন। লিখেছেন, ‘ম্যারাডোনা নিঃসন্দেহে আমার প্রজন্মের সেরা ফুটবলার। আমার দেখা সর্বকালের সেরাদের একজন।’

শুধু ফুটবল জগতই নয়. ক্রীড়ার অন্যান্য ক্ষেত্রেও চলছে ম্যারাডোনার জন্য মাতম।

সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু গ্যারি কাসপারভ ম্যারাডোনার জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন তার গোলগুলোর ভেতর। এক টুইটে তিনি লেখেন,' ১৯৮৬ বিশ্বকাপে তার দুই গোল, তার জীবনকে তুলে ধরে। হ্যান্ড অফ গডের অতল গহ্বর থেকে গোল অফ দ্য সেঞ্চুরির সর্বোচ্চ চূড়ায়।' তার মৃত্যুতে ক্রীড়া জগতে শূন্যতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল টুইট করেছেন, ‘আজ ক্রীড়া জগতে বিশেষ করে ফুটবলে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট ম্যারাডোনা আমাদের ছেড়ে চলে গেছেন।’

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ছিলেন ম্যারাডোনার বিরাট ভক্ত। টুইটে লিখেছেন, ‘ফুটবল ও ক্রীড়া বিশ্ব সর্বকালের অন্যতম সেরা একজনকে হারাল। শান্তিতে বিশ্রাম করুন ডিয়েগো ম্যারাডোনা। আপনার কথা মনে পড়বে।’

এ বিভাগের আরো খবর