বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

  •    
  • ২৫ নভেম্বর, ২০২০ ২৩:২০

কাতারের স্থানীয় আর্মি ফুটবল দলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে লাল-সবজুরা। বাংলাদেশের হয়ে গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম ও এমএস বাবলু।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতার ম্যাচের জন্য প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কাতারের আল জাজিজিয়া বুটিক ভেন্যুর দুই নম্বর পিচে ম্যাচটি অনুষ্ঠিত হয়। কাতারের স্থানীয় আর্মি ফুটবল দলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে জামাল-সাদরা। বাংলাদেশের হয়ে গোল করেছেন ইব্রাহিম ও এমএস বাবলু।

কাতার ম্যাচকে সামনে রেখে প্রথম ম্যাচে দল গোছানোর লক্ষ্যে নামা বাংলাদেশ শুরুটা করে দারুণভাবেই। পাঁচ মিনিটের মাথায় ইব্রাহিমের গোলে লিড নেয় লাল-সবুজরা।

ম্যাচ যত এগোতে থাকে ততই অবস্থান শক্ত করে কাতারের দলটি। ২৮ মিনিটে সমতায় ফেরে কাতার আর্মি ফুটবল দল।

প্রথমার্ধে ১-১ ব্যবধানে সমতায় ছিল ম্যাচে।

দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। আরও দুটি গোল করে ব্যবধান ৩-১ বানিয়ে দেয় স্বাগতিক দল।

ম্যাচের শেষ মুহূর্তে রোমাঞ্চ উপহার দেন জামাল ভূঁইয়ারা। রাকিব হাসানের দারুণ পাস থেকে আলতো টাচে সিক্স ইয়ার্ডের ভেতর থেকে গোল করেন এমএস বাবলু।ব্যবধান কমায় বাংলাদেশ। ব্যবধান কমিয়ে শেষে আরও কয়েকটি ভালো আক্রমণ করে মামুনরা।

দল গোছানোর এই ম্যাচ থেকে অর্জন বলতে ইব্রাহিম ও রাকিবের দুটি গোল। তার সঙ্গে ৪ ডিসেম্বর শক্তিশালী কাতারের সঙ্গে খেলার আত্মবিশ্বাস।   

এই আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে কাতারের সেকেন্ড ডিভিশনের দল লুসাইল ফুটবল ক্লাবের। খেলা হবে সুপার ক্লাবের এক নম্বর মাঠে।

এ বিভাগের আরো খবর