ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় দুই ইউরোপিয়ান জায়ান্ট ইন্টারনাৎসিওনাল এবং রিয়াল মাদ্রিদ। বি গ্রুপে নক আউটের দৌঁড়ে টিকে থাকতে হয় দুই দলেরই চাই জয়।
এমন ডু-অর-ডাই ম্যাচে ইন্টারের মাঠে নামছে টুর্নামেন্টের ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল। ইন্টারের মাঠ সান সিরোতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়।
বি গ্রুপে, চার দলের মধ্যে শেষ অবস্থানে আছে ইন্টার। তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহে মাত্র দুই পয়েন্ট। চার পয়েন্ট নিয়ে রিয়াল আছে তিন নম্বরে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে সেরা ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। লা লিগায় নিজেদের শেষ খেলায় ভিয়ারিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করে জিনেদিন জিদানের দল।
ইন্টারের বিপক্ষে জিদান ফিরে পাচ্ছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকে। সার্হিও রামোস না থাকায় রক্ষণের দায়িত্ব সামলাবেন রাফায়েল ভারান।
আক্রমণভাগে আছে ইডেন অ্যাজার। কিন্তু ছন্দে নেই এই বেলজিয়ান তারকা। কারিম বেনজেমা আর লুকা ইয়োভিচ না থাকায় আক্রমণভাগে অ্যাজারের সঙ্গী হচ্ছে রদ্রিগো ও মারিয়ানো দিয়াস।
একাদশ নিয়ে সমস্যায় আছেন ইন্টার কোচ আনতোনিও কন্তেও। কোভিড আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন মারসেলো ব্রজোভিচ ও আলেকক্সান্ডর কোলারভ। মাতিয়াস ভেচিনো আছেন চোটে।
রিয়ালের মুখোমুখি হওয়ার আগে ইন্টারের ভরসা তাদের আক্রমণভাগ। লাউতারো মার্তিনেস ও রোমেলু লুকাকুর স্ট্রাইকার জুটি আছে ছন্দে।
ইন্টারের মাঠে রিয়ালের রেকর্ডও সুবিধার নয়। নিজ মাঠে খেলা সবশেষ সাত ম্যাচে স্প্যানিয়ার্ডদের কাছে হারেনি ইতালিয়ানরা। এবারের চ্যাম্পিয়নস লিগে রিয়ালের মাটিতে ম্যাচের প্রথম লেগ ৩-২ গোলে হেরেছে ইন্টার।
গ্রুপের শীর্ষে আছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। আর দুইয়ে আছে ইউক্রেনের শাখতার দনেৎস্ক। শীর্ষ দুই দল মুখোমুখি হচ্ছে ১১টা ৫৫ মিনিটে।
রাত দুইটায় ইন্টার-রিয়াল ছাড়াও রাত ২টায় মাঠে নামছে চ্যাম্পিয়ন বায়ার্ন। অস্ট্রিয়ার রেডবুল সালজবুর্গের বিপক্ষে নিজ মাঠে খেলবে তারা।