ইউক্রেইনের ডিনামো কিয়েভকে ৪-০ গোলে হারিয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্ব নিশ্চিত করল বার্সেলোনা।গ্রুপ জি থেকে নক আউটে তাদের সঙ্গী ইউভেন্তাস। ইতালিয়ান চ্যাম্পিয়নরা হাঙ্গেরির ফেরেনতভারোসকে হারায় ২-১ গোলে।
নতুন মৌসুমে স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত দুই বার্সেলোনাকে। লা লিগা আট ম্যাচে তিন জয় নিয়ে তারা ধুঁকছে ১৩ নম্বরে।আর ইউরোপ সেরাদের প্রতিযোগিতায় টানা চার ম্যাচ জিতে নিশ্চিত করেছে নক আউট।
ডিনামোর মাঠে গুছিয়ে উঠতে কিছুটা সময় নেয় বার্সেলোনা। ক্লাব অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রেখে একাদশ সাজান রোনাল্ড কুমানকে।
প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। গোলশূণ্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে পালটায় ম্যাচের পরিস্থিতি। বলের দখল রেখে, ম্যাচে প্রাধান্য বিস্তার করতে থাকে সফরকারী দল।
প্রথম গোল আসে ৫২ মিনিটে। বক্সের মধ্যে বল পেয়ে সার্জিনিয়ো ডেস্টকে পাস করেন মার্টিন ব্র্যাথওয়েট। কাছ থেকে কোনিকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেন এই অ্যামেরিকান ফুল ব্যাক।
চার মিনিট পর ব্র্যাথওয়েট নিজেই নাম তোলেন স্কোরশিটে। কর্নার থেকে আসা বলে অস্কার মিনগেসার ফ্লিকে বল পেয়ে যান তিনি। একেবারে কাছে থেকে বল জালে জড়ান এই ডেনিস ফরোয়ার্ড।
৬৯ মিনিটে ব্র্যাথওয়েটকে বক্সে ফাউল করেন ডেনিস পপভ। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট থেকে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ ভাগ্য নিশ্চিত করেন ব্র্যাথওয়েট।
ম্যাচের ইনজুরি টাইমে আরও এক গোল পায় বার্সেলোনা। হোর্দি আলবার অ্যাসিস্টে স্কোরলাইন ৪-০ বানিয়ে দেন আঁতোয়া গ্রিজমান।
গ্রুপের অন্য ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালডো ও আলভারো মোরাতার গোলে ফেরেনতসভারোসকে হারিয়ে নক আউটে বার্সেলোনার সঙ্গী হয়েছে ইউভেন্তাস।বড় জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডও। তুরস্কের ইস্তানবুল বাসিকসেহিরকে ৪-১ গোলে হারায় ইংলিশ জায়ান্টরা।
আর ডর্টমুন্ড ৩-০ গোলে হারায় বেলজিয়ামের ক্লাব ব্রুজকে।