বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে কাতারে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল। কোয়ারেন্টিন থেকে মাঠের অনুশীলনে ফেরা দল গোছানোই থাকছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের লক্ষ্য।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় প্রথম প্রস্তুতি ম্যাচটি কাতারের আল জাজিজিয়া বুটিক ভেন্যুর দুই নম্বর পিচে খেলবে বাংলাদেশ। যেখানে জামাল-রহমত-সাদদের প্রতিপক্ষ স্থানীয় আর্মি ফুটবল দল।
বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে বাংলাদেশের ডিফেন্সকে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে বলে মনে করে গোলকিপার কোচ লেস ক্লিভলি।ক্লিভলি বলেন, ‘এটা প্রস্তুতি ম্যাচ। দল গুছিয়ে নেওয়ার একটা সুযোগ। গোলকিপারের জন্য সুযোগ ছন্দ খুঁজে পাওয়ার এবং কাতার ম্যাচে প্রস্তুতির জন্য মাঠে সময় কাটানোর। মূল ব্যাপার হলো কাতার ম্যাচের জন্য নিজেদের গুছিয়ে নেওয়া ও ছন্দ ফিরে পাওয়া।’
এই ম্যাচের রেজাল্ট নিয়ে মাথাব্যথা নেই, দলের ফিটনেসই মূল বিষয় বলে জানান ক্লিভলি। বলেন, ‘অবশ্যই এখনও চেষ্টা করছি পুরো ফিটনেস ফিরে পেতে। এজন্য কঠোর পরিশ্রমে গুরুত্ব দিচ্ছি। ম্যাচের ফল নিয়ে কোনো প্রত্যাশা নেই। কতটা পরিশ্রম করছি, এটা দিয়েই পারফরম্যান্স বোঝা যাবে। পরিশ্রম করলে ও বলের দখল রাখতে পারলে ম্যাচও জিততে পারব।’
জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়ার কথায়ও একই সুর, ‘কাল (বুধবার) যেহেতু ম্যাচ, আমাদের পাসিং, সেট-পিস ও ম্যাচ পরিস্থিতি বুঝিয়েছেন কোচ। ম্যাচে কি করব, সেটা পজিশনভিত্তিক বুঝিয়েছেন। প্র্যাকটিসের পর কিছু জিম সেশন ছিল, যেগুলো রিকভারির জন্য কাজে লাগবে।’
বিশ্বকাপ বাছাই সামনে রেখে চোট সেরে কাতার যাচ্ছেন জাতীয় দলের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। পর্যবেক্ষক হিসেবে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ইমতিয়াজ আহমেদ সবুজ।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে লুসাইল ফুটবল ক্লাবের। খেলা হবে সুপার ক্লাবের এক নম্বর মাঠে। ৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ।