ঘরোয়া ফুটবলে দেশের প্রথম ফুটবলার হিসেবে ২৫০ গোলের মাইলফলক গড়েছেন জাতীয় নারী ফুটবল দল ও বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। তার এমন রেকর্ডের দিনে ট্রিকোটেক্স নারী ফুটবল লিগে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসিকে গোল বন্যায় ভাসিয়েছে কিংস। হ্যাটট্রিক করেছেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী রায়। জোড়া গোল করেছেন মৌসুমী আক্তার।
বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হয়। সিলেট এফসিকে ১২-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কিংস। এর আগে লিগের প্রথম লেগে এই দলকে ১৩-০ ব্যবধানে হারিয়েছিল দলটি।
পুরো ম্যাচেই আধিপত্য নিয়ে খেলেছে বসুন্ধরা কিংস। ম্যাচের ৫ মিনিটে মৌসুমীর গোলে এগিয়ে যাওয়া শুরু। দলের হয়ে সর্বোচ্চ চার গোল করেন কৃষ্ণা রানী রায়। ৩৯, ৫২, ৭৮ ও ৮১ মিনিটে চার গোল করেন তিনি।
প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন। ১১, ২১ ও ৪২ হ্যাটট্রিক পূরণ করেন কিংস অধিনায়ক। হ্যাটট্রিক নিয়ে সাবিনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৫২টি। তহুরা, শিউলী ও মারিয়া পেয়েছেন একটি করে গোল।
৮৫ মিনিটে সিলেট এফসির হয়ে সান্ত্বনাসূচক গোলটি আসে মনির কাছ থেকে।
দিনের প্রথম ম্যাচে একই ভেন্যুতে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ৩-১ ব্যবধানে হারিয়েছে নাসরিন ফুটবল একাডেমি। জয়ী দলের হয়ে তিন গোল আসে ভিন্ন তিনজন ফুটবলারের কাছ থেকে। গোল করেছেন রিটু, আনুচিং ও সোহাগী। বেগম আনোয়ারা এসসির হয়ে একমাত্র গোলটি আসে শিবালিকার কাছ থেকে।
টানা জয়ে পয়েন্ট টেবিলে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থান দখল করে আছে নাসরিন ফুটবল একাডেমি। ছয় পয়েন্ট নিয়ে পাঁচে বেগম আনোয়ারা এসসি। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি।