ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। নক আউট নিশ্চিত করার লক্ষ্য বার্সেলোনা, ইউভেন্তাস ও বরুশিয়া ডর্টমুন্ডের।
গ্রুপ জিতে মুখোমুখি হচ্ছে ডিনামো কিয়েভ ও বার্সেলোনা। কিয়েভের মাঠে ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ২টায়। ম্যাচে খেলছেন না লিওনেল মেসি। তাকে বিশ্রামে রাখা হয়েছে।
অ্যাওয়ে ম্যাচে নামার আগে ইনজুরি সমস্যায় জর্জরিত বার্সা।মূল একাদশের জেরার্দ পিকে, সার্জি রবার্তো, সার্হিও বুসকেতস এবং আনসু ফাতি ছিটকে গেছেন লম্বা সময়ের জন্য।
বার্সেলোনার কোচ রোনাল্ড কুমান আনকোরা পিকের বদলি হিসেবে মাঠে নামাতে পারেন অস্কার মিনগেসাকে।মাঝমাঠে বুসকেতসের পজিশনে খেলবেন মিরালেম পিয়ানিচ। সঙ্গে থাকছেন কার্লেস আলেনিয়া।
মেসি দলের সঙ্গে যাননি কিয়েভে। বছর শেষ হওয়ার আগে আরও ১০টি ম্যাচ খেলবে বার্সেলোনা।
অতিরিক্ত ধকলের থেকে রক্ষা করতেই বিশ্রামে রাখা হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে। এই ম্যাচে বার্সেলোনা ড্র করলেই চলে যাবে নক আউটে তাই বাড়তি চাপ নেই দলের ওপর। যে কারণে মেসিকে বিশ্রামে রেখেছেন কুমান। তিনি বলেন, 'চ্যাম্পিয়নস লিগে ভালো পারফর্মেন্সের পর বিশ্রাম প্রাপ্য তাদের। আমার মনে হয়েছে বিশ্রামের জন্য এটি উপযুক্ত সময়'।মেসি ছাড়াও বিশ্রাম পাচ্ছেন তরুণ মিডফিল্ডার ফ্র্যাংকি ডি ইয়ং।আক্রমণভাগে আতোঁয়া গ্রিজমানের সঙ্গে উসমান ডেম্বলে এবং ফিলিপে কোতিনিয়ো।
ডিনামো কিয়েভও পাচ্ছে না তাদের সেরা শক্তির দল। স্কোয়াডের পাঁচ খেলোয়াড় আক্রান্ত হয়েছেন কোভিডে।
ম্যাচের প্রথম লেগে নিজ মাঠে ২-১ গোলে জিতেছিল মেসির দল।
একই সময়ে নামছে ইউভেন্তাস। নিজ মাঠে তারা মোকাবিলা করবে হাঙ্গেরির ফেরেন্তসভারোসকে। প্রথম লেগে বুদাপেস্টে ৪-১ গোলে জিতেছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা।গত ১৭ মৌসুমে ১৬ বারই নক আউট পর্বে খেলেছে তারা। বার্সেলোনা ডিনামো কিয়েভকে হারালে, পরবর্তী পর্বে যেতে ড্র করলেই হবে ইউভেন্তাসের।
করোনার কারণে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালডো। বুদাপেস্টে নিশ্চিত ভাবেই একাদশে থাকছেন টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
রাতের অন্য ম্যাচে গ্রুপ এফ-র বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজ। একই গ্রুপের লাৎসিও খেলবে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের বিপক্ষে।
গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ আছে দুই দলের সামনে। নিজ নিজ ম্যাচে জিতলে নক আউট নিশ্চিত করবে লাৎসিও ও ডর্টমুন্ড।