তদন্তে দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় আফ্রিকান ফুটবল প্রধান আহমাদ আহমাদকে পাঁচ বছরের জন্য ফুটবলের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। সেই সঙ্গে তাকে দুই লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে।
সোমবার এ শাস্তির ঘোষণা দেয় ফিফা। তদন্তে আহমাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে তারা।
এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, দায়িত্ব পালনের সময় আহমাদ নৈতিকতা বিসর্জন দিয়েছেন। বিভিন্নজনকে উপহার সামগ্রী দেয়ার প্রস্তাব দিয়েছেন, অর্থের অপব্যবহার করেছেন এবং সিএএফের সভাপতি পদকে কলঙ্কিত করেছেন।
ক্রীড়া সামগ্রী কোম্পানির সঙ্গে অবৈধ লেনেদেনে সম্পৃক্ততা, মক্কায় উমরাহ পালন ও সংগঠনকে অর্থ প্রদানসহ বিভিন্ন অপকর্মের জন্য আহমাদকে দুই লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।
২০১৭ সালের মার্চ থেকে কনফেডারশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মাদাগাস্কারের আহমাদ। সামনের বছর মার্চে সংস্থাটির অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হিসেবেও দাঁড়িয়েছেন তিনি। ফিফার এমন নিষেধাজ্ঞায় প্রার্থীতা বাতিল হতে চলেছে তার।
তবে ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করতে পারবেন ৬০ বছর বয়সী আহমাদ।
করোনায় পজিটিভ হওয়ার কারণে গত সপ্তাহে ২০ দিনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন আফ্রিকান ফুটবল প্রধান।