দেশের কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুশীলনের আগে এক মিনিট নিরবতা পালন করেছেন জাতীয় দলের ফুটবলাররা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মোহামেডানের ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনজুড়ে। সাবেক ও বর্তমান ফুটবলাররাও শোক জানিয়েছেন।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতারে যাওয়া বাংলাদেশ দল বাদল রায়কে শ্রদ্ধা জানিয়েছে অনুশীলনের আগে। মাঠের মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন জামাল-মামুনুলরা।বাদল রায়ের খেলোয়াড় জীবনের ছবি পোস্ট করে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তার ফেসবুক টাইমলাইনে লেখেন, ‘দেশবাসীর মতো আমিও অনেক মর্মাহত ও দুঃখিত। ভালো থাকবেন কিংবদন্তি।’
সোমবার অনুশীলনের আগে সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন বাদল রায়কে স্মরণ করে বলেন, ‘কীভাবে থাকতে হয়, চলতে হয়, তা তিনি আমাদের শিখিয়েছেন। আমরা একজন লেজেন্ডকে হারিয়েছি। তিনি ওপারে ভালো থাকুন। দোয়া থাকবে তার জন্য।’
একজন অভিভাবক হারালেন জানিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে এই খবর শোনার পর থেকে আমরা সবাই শোকাহত। তিনি আমাদের বড় ভাইয়ের মতো ছিলেন। একজন অভিভাবকও। দেশের বাইরে থেকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দীর্ঘদিন দাদার অধীনে (জাতীয় দল কমিটিতে যখন চেয়ারম্যান ছিলেন) কাজ করেছি। খেলোয়াড়দের অনেক সহযোগিতা করতেন।’
সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো দোহায় অনুশীলন করেছে দল। ফিটনেসের উপর জোর দিয়েছেন কোচ। ফুটবলারদের দিতে হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। টেস্টে সবাই ভালো করেছে বলে জানায় বাফুফে।
বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে দল। প্রথম ম্যাচটি হবে সুপার ক্লাবের দুই নম্বর পিচে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্থানীয় আর্মি ফুটবল দল।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে লুসাইল ফুটবল ক্লাবের। খেলা হবে সুপার ক্লাবের এক নম্বর মাঠে। ৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ।