তৃতীয়বারের মতো করোনা পজিটিভ হওয়ায় জাতীয় দলের হেড কোচ জেমি ডের কাতার ম্যাচে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নেপাল সিরিজের প্রথম ম্যাচের পর ১৪ নভেম্বর কোভিড টেস্টে করোনা ধরা পড়ে জেমির। তাকে ছাড়াই দল বিশ্বকাপ বাছাই খেলতে কাতার সফরে যায় দল। পরে ২২ নভেম্বর আরেকবার পজিটিভ আসে জেমির কোভিড টেস্টে।
করোনা পজিটিভ হওয়ার পরও, কাতার ম্যাচে থাকার ব্যাপারে আশাবাদী জেমি। নিউজবাংলাকে তিনি বলেন, ‘এখনো কিছু উপসর্গ আছে। হয়তো আরো কয়েক দিন সময় লাগবে। তবুও আশা করছি, ম্যাচের আগেই কাতার যেতে পারবো। দেখি শেষ পর্যন্ত কি হয়।’
হেড কোচ না থাকায় দলের দায়িত্ব নিয়ে অনুশীলন করাচ্ছেন জাতীয় দলের সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।
জেমি ডেকে ছাড়াই দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিতে হচ্ছে জাতীয় দলকে। দলের ডাগ আউটে থাকবেন ওয়াটকিস।
বুধবার প্রথম ম্যাচটি হচ্ছে সুপার ক্লাবের দুই নম্বর পিচে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ স্থানীয় আর্মি ফুটবল দল। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে লুসাইল ফুটবল ক্লাবের। ২৮ নভেম্বর ম্যাচটি হবে সুপার ক্লাবের এক নম্বর মাঠে।