ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে লিভারপুল। নিজ মাঠে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের আগে ক্লপ দুশ্চিন্তায় ছিলেন একাদশ সাজানো নিয়ে। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে ভার্জিল ফন ডাইক, ট্রেন্ট-আলেক্সান্ডার আরনল্ড এবং অধিনায়ক জর্ডান হেন্ডারসন ইনজুরিতে ভুগছেন। আর তারকা ফরোয়ার্ড মোহাম্মেদ সালাগ ভুগছেন কোভিডে।
নিজ মাঠ অ্যানফিল্ডে তাই ক্লপকে নামাতে হয় ভিন্ন চেহারার একাদশ। সুযোগ পান নাবি কেইতা, জেমস মিলনার ও কার্টিস জোনস।
বদলি একাদশ নিয়েই লেস্টারের উপর চড়াও হয় লিভারপুল। প্রথম ১৫ মিনিটে জোনস এবং দিয়োগো জোতার দূর পাল্লার শট থেকে দলকে নিরাপদে রাখেন লেস্টার কিপার ক্যাসপার স্মাইকেল।
২১ মিনিটে ভুল করে বসে লেস্টারের ডিফেন্স। ডান প্রান্ত থেকে নেয়া কর্নার কিক ঠিকমতো রক্ষা করতে পারেনি তারা। লেস্টার ডিফেন্ডার জনি এভান্সের গায়ে লেগে জালে জড়ায় বল। আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল।
মিনিট পাঁচেক পরই সমতা ফেরানোর সুযোগ পায় লেস্টার। জেমি ভার্ডির ক্রস থেকে হার্ভি বার্নসের নেয়া জোরালো শট পোস্টের বাইরে চলে যায়।
বিরতির আগে নিজেদের লিড দ্বিগুণ করে ঘরের দল। অ্যান্ডি রবার্টসনের পাস থেকে হেড করে লক্ষ্যভেদ করেন জোতা। ২-০ স্কোরলাইন নিয়েই প্রথমার্ধ শেষ করে লিভারপুল।
দ্বিতীয়ার্ধেও ম্যাচে নিজেদের প্রাধান্য ধরে রাখে লিভারপুল। ৫২ মিনিটের সময় নাবি কেইতা চোটে পড়েন। তাকে বদল করে মাঠে নেকো উইলিয়ামসকে নামান ক্লপ।
স্মাইকেল এই অর্ধেও ছিলেন দারুণ ফর্মে। সাদিও মানে ও রবার্তো ফিরমিনোর শট থেকে আবারও দলকে রক্ষা করেন লেস্টারের এই ডেনিশ গোলকিপার।
তবে, লিভারপুল ছিল অপ্রতিরোধ্য। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষকে। ম্যাচ শেষ হওয়ার কিছু আগে এর ফল পায় তারা।
সেট পিস থেকে লেস্টারের রক্ষণ দুর্বল ছিল পুরো ম্যাচে। ৮৮ মিনিটে সেই সুযোগ নেয় লিভারপুল।ডান প্রান্ত থেকে মিলনারের নেয়া কর্নারে মাথে ছুঁইয়ে দলের বড় জয় নিশ্চিত করেন ফিরমিনো।এই জয়ে ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে পৌছে গেছে অলরেডস।শীর্ষে থাকা টটেনহ্যামের সংগ্রহও ২০ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে আছে তারা।