মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। লা লিগায় প্রথম আট ম্যাচের মধ্যে তারা হেরেছে তিনটিতেই। পয়েন্ট পেয়েছে মাত্র ১১। যা ১৯৯১-৯২ মৌসুমের পর তাদের সবচেয়ে বাজে শুরু।
সেই মরার উপর খাঁড়ার ঘা হিসেবে যোগ হয়েছে একের পর এক চোটের থাবা। আনসু ফাতি হাঁটুর চোটে আগেই মাঠের বাইরে চলে গেছেন পাঁচ মাসের জন্য। সঙ্গে বাইরে ছিলেন সামুয়েল উমতিতি। সেই তালিকায় যুক্ত হলেন জেরার্দ পিকে ও সার্হি রবের্তো।
আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-০ গোলে হারের চেয়ে রোনাল্ড কুমানের জন্য বড় দুঃসংবাদ ছিল এই দুজনকে হারানো। স্ক্যান করানোর পর খবর মিলেছে, পিকে মাঠের বাইরে থাকবেন কমপক্ষে তিন মাস। রবের্তোর মাঠে ফিরতে লাগবে প্রায় দুই মাস।
রবের্তো মাঠের বাইরে থাকবেন প্রায় দুই মাস। ছবি: সংগৃহীত
হোর্দি আলবার এক ট্যাকেলে আতলেতির আনহেল কোরেয়া পড়ে যান জেরার্দ ডান পায়ে। তাতেই সেই পায়ের ইন্টার্নাল ল্যাটারাল লিগামেন্টে ‘গ্রেড ৩’ চোট লেগেছে পিকের। ক্ষতিগ্রস্থ হয়েছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বা এসিএল। এর জন্য কমপক্ষে তিন মাস ফুটবলের বাইরে থাকতে হবে এই এই ডিফেন্ডারকে। যদি সার্জারি করতে হয়, তাহলে পিকে বাইরে থাকবেন চার মাস।
আতলেতি ম্যাচের শেষ দিকে পেশিতে টান লাগে রবের্তোর। শেষ মুহূর্তে তাই মাঠ ছাড়তে হয় তাকে। স্ক্যানের পর জানা গেছে, ডান উঁরুতে চোট পেয়েছেন এই রাইট ব্যাক। মাঠে ফিরতে তার অপেক্ষা করতে হবে দুই মাস।
ডান কাঁধে চোট পেয়েছেন উইঙ্গার উসমান ডেম্বেলেও। তবে তার স্ক্যান না হওয়ায়, এখনই জানা যাচ্ছে না কতদিনের জন্য বাইরে যেতে পারেন এই ফঁরাসি উইঙ্গার।
রোনাল্ড আরাউহো ও উমতিতির পর পিকের ইনজুরির ফলে কুমানের কাছে সেন্টার ব্যাক আছেন শুধু ক্লেমঁ লংলে। রবের্তোর ইনজুরিতে রাইট ব্যাকে একমাত্র বিকল্প সার্জিনিয়ো ডেসট।