ইতালিয়ান সেরি আয় এক ম্যাচ পর জয় পেয়েছে ইউভেন্তাস। নিজ মাঠে কালিয়ারিকে ২-০ গোলে হারায় চ্যাম্পিয়নরা। দলের দুটি গোলই এসেছে ক্রিস্টিয়ানো রোনালডোর পা থেকে।
ইউভেন্তাস স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়েরাই নামেন মুখে লাল রঙ্গের চিহ্ন এঁকে। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সেরি আর পক্ষ থেকে নেওয়া হয় এমন উদ্যোগ।
নিজেদের মাঠে শুরু থেকে কালিয়ারিকে চাপে রাখে ইউভে। ১০ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা।কিন্ত ফেদেরিকো বার্নাদেসকির গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।
২৮ মিনিটে আবারও সুযোগ পায় স্বাগতিক দল। বক্সে বল পাওয়ার পরও লক্ষ্যভেদ করতে পারেননি ডেয়ান কুলুসেভস্কি।
বিরতির আগে অবশ্য দুই গোলের দেখা পায় ইউভেন্তাস। ৩৮ মিনিটে নিজের ও দলের প্রথম গোল করেন রোনালডো।
বার্নাডেস্কির পাস থে ডি বক্সের ধারে বল পান আলভারো মোরাতা। বাঁ দিক থেকে উঠে আসা রোনালডোর উদ্দেশে বল বাড়ান তিনি।সেখান থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি পর্তুগিজ সুপারস্টার।
চার মিনিট পর ম্যাচ ভাগ্য মোটামুটি নিশ্চিত করে দেন সিআর সেভেন। ডান প্রান্ত থেকে নেয়া কর্নার থেকে বক্সে বল পেয়ে একেবারে কাছ থেকে গোল করেন তিনি।
২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইউভেন্তাস। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে পারেনি কালিয়ারি। ব্যবধান কমানোর জন্য যথেষ্ট সু সুযোগ তৈরি করতে পারেনি তারা।
স্কোরলাইনে আর পরিবর্তন না আসলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউভেন্তাস। ধারবাহিকতার অভাবে থাকা চ্যাম্পিয়নদের এটি ছিল শেষ পাঁচ ম্যাচে দ্বিতীয় জয়।
এতে করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে তারা। আট ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা মিলান।