পেপ গার্দিওলা ও জোসে মরিনিয়োর লড়াইটা শুরু সেই ২০১০ সালে। বার্সেলোনা ও ইন্টার মিলানের মুখোমুখি লড়াইয়ে। এরপর কেটে গেছে এক দশকের বেশি সময়। সেই লড়াইয়ের শেষ কিস্তিতে ঘরের মাঠে গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে পৌছে গেল মরিনিয়োর টটেনহ্যাম হটস্পার।
সন হিউং মিন ও জিওভানি লো সেলসোর দুই গোলে সহজ এক জয়ই তুলে নেয় মরিনিয়োর শিষ্যরা। ম্যান সিটির হয়ে আয়মেরিক লাপোর্ত জালে বল জড়ালেও, সেটি বাতিল করে দেয় ভিএআর।
ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিটে পিছিয়ে যায় ম্যান সিটি। টাঙ্গুই এনডমবেলের পাস থেকে সিটি বক্সের বাইরে বল পেয়ে গোলকিপার এডারসনের পায়ের ফাঁক দিয়ে নিখুঁত ফিনিশে টটেনহ্যামকে এগিয়ে নেন সন।
সনের পাস থেকে ১৮ মিনিটের মাথায় হ্যারি কেইন জালে বল জড়ালেও অফসাইডে তা কাটা পড়ে। মিনিট দশেক পর গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে দারুণ এক শটে গোল করেন সিটি ডিফেন্ডার লাপোর্তে। কিন্তু বল নিয়ন্ত্রণ করার সময় জেসুস হাতের ব্যবহার করায় রেফারি ভিএআর এর সাহায্য নিয়ে বাতিল করেন সেটি।
দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় এনডমবেলের বদলে মাঠে নামেন লো সেলসো। নামার পর গোল করতে সময় নেন ৩৫ সেকেন্ড। কেইনের পাস থেকে এডারসনকে বোকা বানিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।পুরো ম্যাচেই টটেনহ্যামের জমাট ডিফেন্স ভাঙতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে কেভিন ডি ব্রুইনা-ফেরান তোরেসদের। শেষ পর্যন্ত মরিনিয়োর রক্ষণ ভেদ করতে পারেননি তারা।তাতেই গার্দিওলার বিপক্ষে নিজের এগারো নম্বর জয় তুলে নেন মরিনিয়ো।
নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টটেনহ্যামের আছে প্রিমিয়ার লিগ টেবিলের সবার ওপরে। অন্যদিকে আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ম্যান সিটি আছে টেবিলের দশ নম্বরে।