কাতারে গিয়ে তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে। তবে, থেমে নেই তাদের প্রস্তুতি। কোচদের নির্দেশনা অনুযায়ী ঘরেই অনুশীলন করেছেন ফুটবলাররা।
শনিবার আবারও করোনা পরীক্ষা করা হয়েছে জামাল-সুফিলদের। ফল নেগেটিভ আসলে মাঠের অনুশীলনে ফিরতে আর বাধা নেই।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ড খেলতে বুধবার কাতার গিয়েই তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে জাতীয় ফুটবল দলকে।করোনায় আক্রান্ত ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক, প্রধান কোচ জেমি ডে ও ইনজুরিতে ছিটকে যাওয়া স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে ছাড়া আপাতত অনুশীলন করছেন ফুটবলাররা।
শনিবার সকালে তিন গ্রুপে ভাগ হয়ে জিমনেসিয়ামে ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। ফিটনেসে ঘাটতি পূরণে ফিটনেস কোচ আইভান রাজলোক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
জেমি ডের অবর্তমানে দলের সার্বিক বিষয়টি দেখছেন সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস। তিনি বলেন, ‘খেলোয়াড়রা প্রথমবার জিমে সময় কাটিয়েছে। কোভিড টেস্ট করেছে সবাই আজকে। রেজাল্ট নেগেটিভ আসলেই রোববার থেকে মাঠে অনুশীলন করতে পারব। সবাই সুস্থ আছে।’
কোয়ারেন্টিনেও ব্যস্ত থাকছে স্কোয়াড জানিয়ে ডিফেন্ডারের তপু বর্মন বলেন, ‘কোয়েরেন্টিনে বসে থাকলে চলবে না। কোচের নির্দেশনা অনুযায়ী নিজেরা অনুশীলন করেছি। জিম করেছি তিন গ্রুপে বিভক্ত হয়ে। ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই।’
৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হিসেবে কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দোহার আল খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচ।