ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটি। টটেনহ্যামের মাঠে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
ম্যাচে খেলোয়াড়েরা নন, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছেন দুই দলের দুই ম্যানেজার জোসে মরিনিয়ো ও পেপ গার্দিওলা।নিজেদের ক্যারিয়ারের ২৪তম বারের মতো ইউরোপিয়ান ফুটবলে মুখোমুখি হচ্ছেন বিশ্বসেরা দুই ট্যাকটিশিয়ান।
মরিনিয়োর অধীনে স্বাগতিক টটেনহ্যাম আছে দারুণ ফর্মে। লিগের দুই নম্বরে আছে তারা। দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ক্লাবকে জোসে দিয়েছেন নতুন আত্মবিশ্বাস।
লিগে টানা তিন ম্যাচে জয়ের রেকর্ড নিয়ে সিটিকে মোকাবিলা করবে তারা। নিয়মিত খেলোয়াড়দের থেকে ম্যাট ডোহার্টি ও এরিক লামেলাকে পাচ্ছে না স্পার্স।
আয়ারল্যান্ডের হয়ে খেলার সময় কোভিড আক্রান্ত হয়েছেন ডোহার্টি। আর পায়ের চোটে বাইরে আছেন লামেলা।
ইনজুরি সমস্যা আছে ম্যানচেস্টার সিটি শিবিরেও। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলার সময় পায়ে চোট পেয়েছেন রাহিম স্টার্লিং। নিশ্চিত ভাবেই ম্যাচে থাকছেন না এই ইংলিশ ফরোয়ার্ড।
ডিফেন্ডার নেইথান একেও নেদারল্যান্ডসের হয়ে খেলার সময় চোট পেয়েছেন হ্যামস্ট্রিংয়ে।
গোলমুখে বিপর্যয়ে আছে গার্দিওলার দল। শেষ পাঁচ লিগ ম্যাচের কোনোটিতেই এক গোলের বেশি করতে পারেনি তারা।
সিটির জন্য স্বস্তির খবর চোট কাটিয়ে টটেনহ্যামের মাঠে নামছেন আর্জেন্টাইন তারকা সার্হিও আগুয়েরো।
সিটির বিপক্ষে নিজ মাঠে শেষ দুই ম্যাচে জিতেছে টটেনহ্যাম। আর দুই ম্যানেজারের লড়াইয়ে রেকর্ড ঝুঁকে আছে গার্দিওলার দিকে।
২৪ বারের দেখায় ১০ বার মরিনিয়োকে হারিয়েছেন গার্দিওলা।