২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি পর্বের ম্যাচ খেলতে এখন কাতারে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার দোহায় পৌছে এয়ারপোর্টে করোনার নমুনা জমা দেন খেলোয়াড় ও বাংলাদেশ বহরের বাকি সদস্যরা।
সেখান থেকেই মিলেছে দুঃসংবাদ। কোন খেলোয়াড় করোনাক্রান্ত না হলেও করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে দলের ম্যানেজার আমের খান ও দলের ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদারের। তবে করোনার কোন লক্ষণ নেই তাদের।
কাতারে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করছেন বাংলাদেশ দলের সদস্যরা। এসময় তারা ব্যবহার করতে পারবেন হোটেলের জিম ও সুইমিং পুল। দলের দুজন করোনাক্রান্ত হওয়ায় শুক্রবারের জিম সেশন বাতিল করে বাংলাদেশ দল।
এর আগে করোনাক্রান্ত হয়ে দলের সঙ্গে কাতার যেতে পারেননি কোচ জেমি ডে ও ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক।
এক ভিডিও বার্তায় জেমি ডের অনুপস্থিতিতে দলের ভার সামলানো স্টুয়ার্ট ওয়াটকিনস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে দুজন বাংলাদেশি স্টাফ করোনাক্রান্ত হয়েছেন। কাতার ফুটবল এসোসিয়েশন আমাদের বলেছে সবাইকে নিজেদের রুমে আইসোলেশনে থাকতে হবে। আমরা সেটিই করছি।’
অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, তারা মানসিকভাবে ফিট আছেন। তিনি বলেন, 'সবাই সিঙ্গেল রুম পেয়েছে। কারণ আমরা তিন দিন কোয়ারেন্টিনে আছি। মানসিকভাবে ফিট আছি। হোটেলেই ফিটনেস নিয়ে কাজ করছি।’
রোববার আরও একবার বাংলাদেশ দলের সদস্যদের করোনার নমুনা জমা নেবে কাতার ফুটবল এসোসিয়েশন। বাংলাদেশ কাতারের মুখোমুখি হবে ৪ ডিসেম্বর।