বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্ষোভ ঝাড়লেন মেসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ নভেম্বর, ২০২০ ১১:০১

ওলহার্টস অভিযোগ করেন কাম্প ন্যুয়ে 'ত্রাসের রাজত্ব' কায়েম করেছেন মেসি। যে কারণে গ্রিজমানসহ বেশ কয়েকজন খেলোয়াড় নিজেদের সেরাটা দিতে পারছেন না। বার্সেলোনার সমস্যার সঙ্গে তাকে জড়ানো হয় দেখে বেশ বিরক্ত তিনি।

তার কারণেই বার্সেলোনায় ভালো করতে পারছেন না আঁতোয়া গ্রিজমান, এমন অভিযোগ শুনে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলা শেষে বার্সেলোনায় ফেরার পর, বিমানবন্দরে এক সাংবাদিকের প্রশ্নে বেশ কড়া ভাবে জবাব দেন ছয়বার ব্যালন ডর জয়ী তারকা।

বার্সেলোনার মাঠে বা মাঠের বাইরের সব সমস্যার সঙ্গে তাকে জড়ানো হয় দেখে বেশ বিরক্ত তিনি। ক্ষোভের সঙ্গে মেসি বলেন, 'বার্সেলোনা ক্লাবের যেকোনো সমস্যার জন্য আমিই দায়ী এমনটা শুনতে শুনতে আমি ক্লান্ত'।

গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় আসার পর থেকে সময়টা ভাল যাচ্ছে না আঁতোয়া গ্রিজমানের। ৪২ ম্যাচ খেলে ১১ গোল পেয়েছেন ১২০ মিলিয়ন ট্র্যানসফার ফির এই ফঁরাসি ফরোয়ার্ড।

তার গোল খরার পেছনে অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, অপরিচিত পজিশনে খেলা। আতলেতিকোতে আক্রমণভাগের ডান প্রান্তে নিয়মিত ছিলেন গ্রিজমান।

বার্সেলোনায় ওই পজিশনে খেলেন লিওনেল মেসি। তাই স্বাভাবিকভাবেই গ্রিজমানকে খেলতে হচ্ছে অন্য জায়গায়। গ্রিজমানের এজেন্ট এরিক ওলহার্টসের বিশ্বাস এই কারণেই পারফর্ম্যান্সে প্রভাব পড়ছে তার।

ওলহার্টস অভিযোগ করেন কাম্প ন্যুয়ে 'ত্রাসের রাজত্ব' কায়েম করেছেন মেসি। যে কারণে গ্রিজমানসহ বেশ কয়েকজন খেলোয়াড় নিজেদের সেরাটা দিতে পারছেন না।

অভিযোগকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়ে বিমানবন্দরে পৌছানোর পর মেসি জানান আপাতত এসব নিয়ে ভাবছেন না তিনি। কর বিভাগের লোকজনের সঙ্গে আগে বোঝাপড়া করতে হবে তাকে।। বলেন,'১৫ ঘণ্টার ফ্লাইটের পর এসে পৌঁছেছি। এসে দেখি কর বিভাগের লোকজন আমার জন্য অপেক্ষা করছে।'

সাম্প্রতিক সময়ে স্পেনে আয়কর সংক্রান্ত ঝামেলায় পড়েন মেসি। ২০১৪ সালে তাকে কর ফাঁকির জন্য দুই বছরের স্থগিত কারাদন্ড দেওয়া হয় তাকে, সঙ্গে জরিমানা করা হয় আড়াই লাখ ইউরো।

এ বিভাগের আরো খবর