২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হতে বাংলাদেশ দল এখন কাতারে। স্থানীয় সময় পৌনে দুইটায় আরব উপসাগরীয় দেশটিতে পৌঁছায় জামাল-সাদরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা ছাড়েন তারা। ৪ ডিসেম্বর কাতারের সঙ্গে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ।
কাতারে পৌঁছেই সেখানকার বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। এ সময়ে কাতারের এজদান টাওয়ার হোটেলে অবস্থান করবেন জেমি ডের দল।
তবে কোয়ারেন্টিনে থাকাবস্থায় হোটেলের জিম ও সুইমিং পুল ব্যবহার করতে পারবেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
করোনাক্রান্ত হওয়ায় দলের সাথে যেতে পারেননি কোচ জেমি ডে ও ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। ইনজুরির কারণে দলের সঙ্গী হতে পারেননি স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন।
বিশ্বকাপ বাছাইয়ে কাতারের সঙ্গে প্রথম দেখায় ঘরের মাঠে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে তাই আরও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে জামাল ভূঁইয়াদের।
বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি পর্বে বাংলাদেশের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়ে সেই পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ।