সদ্য নেপাল সিরিজ জিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার রওনা দিয়েছে বাংলাদেশ। প্রস্তুতির বিচারে এগিয়ে আছে কাতার।
সম্প্রতি ঘানা ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে বিশ্বকাপের আয়োজক দেশটি। তবে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, লড়াকু এক বাংলাদেশকে দেখবে কাতার।
কাতারের উদ্দেশে বিমানে ওঠার আগে সাংবাদিকদের এমন আত্মবিশ্বাসের কথাই জানালেন জাতীয় দলের অধিনায়ক।
এখন দলের পুরো ফোকাস কাতার ম্যাচে। কাতারে গিয়ে তিন দিনের কোয়ারেন্টিন করে দুই সপ্তাহের মতো অনুশীলনের সময় পাচ্ছে বাংলাদেশ দল। এর মধ্যে কাতার লিগের দুটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে। ফিটনেসসহ কাতার ম্যাচের জন্য উপযুক্ত হতে কঠোর পরিশ্রমের বিকল্প দেখছেন না জামাল।
বলেন, ‘যে দুইটা ম্যাচ (নেপাল ম্যাচ) গেছে, সেগুলো ভুলে যেতে হবে আমাদের। সামনের ম্যাচটা কাতারের সঙ্গে। কাতার অনেক শক্তিশালী দল, এটা সবাই জানে। আরও অনুশীলন করতে হবে; আরও কঠোর পরিশ্রম করতে হবে।’
বিশ্বকাপ বাছাইয়ে কাতারের সঙ্গে প্রথম ম্যাচে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে তাই আরও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে লাল-সবুজদের। তবে বড় প্রতিপক্ষ অনুপ্রেরণার বড় উৎস বলে মনে করেন জামাল।
তিনি বলেন, ‘বড় দলের সঙ্গে খেলা সবসময় ভিন্ন অনুপ্রেরণা দিয়ে থাকে। কাতার প্রেস করে খেলবে। আমরাও লড়াই করে যাব। আমরা আমাদের সর্বোচ্চটা দিব মাঠে।’
বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি পর্বে ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে শীর্ষে আছে কাতার। আর চার ম্যাচে তিন হার ও এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ।