ইউয়েফা নেশনস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে জার্মানি। লিগ এ-র গ্রুপ ডি-র ম্যাচে স্পেনের কাছে ৬-০ গোলে হেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।স্পেনের হয়ে হ্যাটট্রিক করেছেন ফেরান তরেস।
স্পেনের সেভিয়ায়, শুরু থেকেই ম্যাচ সুবিধা করতে পারেনি জার্মানি। ১৭ মিনিটে শুরু হয় স্পেনের গোল উৎসব।
ফাবিয়ান রুইসের নেওয়া কর্নার থেকে হেডে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও দুই গোল করে স্পেন।
৩৩ মিনিটে নিজের তিন গোলের প্রথমটি স্কোর করেন তরেস।পাঁচ মিনিট পর ম্যাচকে জার্মানির ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান রদ্রি। এবারও যোগানদাতা ছিলেন রুইস।
৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে আরও তিন বার জার্মানির জালে বল জড়ায় ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়নরা।
বিরতির পর মিনিট দশেক সময় লাগে স্পেনের নিজেদের গুছিয়ে নিতে। ৫৫ মিনিটে হোসে হায়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তরেস।
১৫ মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যানচেস্টার সিটির এই তরুণ ফরোয়ার্ড। তাকে বল যোগান দিয়ে, ম্যাচের নিজের তৃতীয় অ্যাসিস্ট করেন রুইস।
জার্মানির যন্ত্রণা শেষ হয় ৮৯ মিনিটে। হায়ার পাস থেকে মিকেল ওইয়ারসাবাল স্কোরলাইনকে বানিয়ে দেন ৬-০।
এটি শুধু স্পেনের বিপক্ষেই নয়, প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির সবচেয়ে বড় হার। জয় নিয়ে স্পেন নিশ্চিত করেছে নেশনস লিগের চূড়ান্ত পর্ব।
রাতের অন্য ম্যাচে সুইডেনকে ৪-২ গোলে হারায় আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করা ফ্রান্স। একই গ্রুপ থেকে ছিটকে যাওয়া পর্তুগাল ৩-২ গোলে হারায় ক্রোয়েশিয়াকে।