বিশ্বকাপ বাছাইপর্বে এক ম্যাচ পর জয় পেয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের সঙ্গে নিজ মাঠে ড্র করার পর, পেরুতে জয় পেয়েছে লিওনেল মেসির দল।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের চার নম্বরের রাউন্ডের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে দলটি।
লিমায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে ম্যাচ নিজেদের করে নেয় আর্জেন্টিনা। ১৭ মিনিটে লিড নেয় লিওনেল মেসির দল।
জিওভানি লো সেলসোর পাস থেকে গোল করেন নিকোলাস গনসালেস। এর মিনিট দশেক পর নিশ্চিত হয় ম্যাচভাগ্য।
লেয়ানদ্রো পারেদেসের অ্যাসিস্ট থেকে স্কোর করেন লাউতারো মার্তিনেস। বাকি সময়ে ম্যাচে আর গোল হয়নি।
প্রতিযোগিতামূলক ম্যাচে পেরু সবশেষ আর্জেন্টিনাকে হারায় ১৯৯৭ সালে। ২৩ বছর যাবত দলটির বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল আর্জেন্টিনা।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে আছে আর্জেন্টিনা। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট।