বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে বুধবার মাঠে নামছে দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায় ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে।আর সকাল সাড়ে ছয়টায় আর্জেন্টিনা মোকাবিলা করবে পেরুকে।
টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করে আর্জেন্টিনা। তৃতীয় ম্যাচে এসে হোঁচট খেতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিওনেল মেসির দল। চার নম্বর ম্যাচে পেরুর মাঠে নামছে তারা।অ্যাওয়ে লড়াইয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দলে পাচ্ছেন না দুই তারকা স্ট্রাইকার পাওলো দিবালা ও সার্হিও আগুয়েরোকে।
তবে, ভালো ছন্দে আছেন মেসি এবং আনহেল দি মারিয়া। ম্যাচ জিতে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চাইবেন তারা।
পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে। ১৯৯৭ সালে শেষবার পেরুর কাছে হেরেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার কিছুক্ষণ আগে মাঠে নামছে ব্রাজিল। মন্টেভিডিওতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক উরুগুয়ে।
ফুটবল ভক্তদের জন্য দুঃসংবাদ, ম্যাচে খেলতে পারছেন না দুই দলের দুই সেরা তারকা নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেস।
কুঁচকির চোটে নেইমার উরুগুয়ের বিপক্ষে থাকছেন না এটা আগেই জানা গিয়েছিল। তবে, সুয়ারেস ছিটকে গেছেন আগের দিন। সোমবার রাতে কোভিড ধরা পড়ে এই অভিজ্ঞ স্ট্রাইকারের।
নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের সবশেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ফরোয়ার্ড লাইনে দেখা গিয়েছিল রবার্তো ফিরমিনো, রিচার্লিসন এবং গাব্রিয়েল জেসুসকে।
উরুগুয়ের বিপক্ষেও আক্রমণভাগে পরিবর্তন আনার সম্ভাবনা কম কোচ লিওনার্দো তিতের।
সুয়ারেস না থাকায় স্বাগতিকদের আক্রমণভাগের দায়িত্ব সামলাতে হবে অভিজ্ঞ এদিনসন কাভানিকে। তার সঙ্গে দেখা যেতে পারে তরুণ ডারউইন নুনিয়েসকে।
নিজ মাঠের সুবিধা পেলেও পরিসংখ্যানে পিছিয়ে উরুগুয়ে। ২০০১ সালের পর তারা হারাতে পারেনি ব্রাজিলকে। দুই দলের শেষ নয়বারের দেখায় সাতবার জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে তিন রাউন্ড শেষে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনার পয়েন্ট সাত। ছয় পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে চার নম্বরে।