বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও পজিটিভ ডে, দলের দায়িত্বে ওয়াটকিস

  •    
  • ১৬ নভেম্বর, ২০২০ ১৭:৫৭

জেমি না থাকায় জাতীয় দলের ডাগ আউটে দাঁড়াবেন সহকারি কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।

জেমি ডে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই জাতীয় দলের ক্যাম্পে দুশ্চিন্তা। নিশ্চিত হওয়ার জন্যে দ্বিতীয় টেস্ট করানো হয় তার। দ্বিতীয় বারও করোনা পজিটিভ এসেছে জাতীয় দলের হেড কোচের। নেপাল সিরিজের শেষ ম্যাচে ডাগ আউটে থাকতে পারছেন না এই ইংলিশ ট্যাকটিশিয়ান।

জেমি না থাকায় জাতীয় দলের ডাগ আউটে দাঁড়াবেন সহকারি কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস। হেড কোচের না থাকায় খেলায় কোন প্রভাব পড়বে না বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

তিনি বলেন, ‘জেমি বা স্টুয়ার্ট ওয়াটকিস যে-ই থাকুক, আমাদের খেলার নির্দেশনা ও ট্যাকটিক্যাল ব্যাপারগুলো একই। জেমি না থাকলে সেটা বড় সমস্যা হবে না।’

১৪ নভেম্বর করোনা পরীক্ষায় পজিটিভ আসে জেমি ডে’র। গত দুই দিন থেকে জেমির অবর্তমানে দলের অনুশীলন করাচ্ছেন ওয়াটকিস।

জেমির দ্রুত সুস্থতা কামনা করে ওয়াটকিস বলেন, ‘শেষ দুইদিনে জেমি আমার মাধ্যমেই যোগাযোগ করেছে। ট্রেনিং সেশন কেমন হবে, আমরা কোন ব্যাপারগুলোয় মনোযোগ বাড়াব-এসব নিয়ে কথা হয়েছে তখন। যেহেতু এর আগেও ইংল্যান্ডসহ কিছু জায়গায় প্রধান কোচের দায়িত্ব পালন করেছি সুতরাং সমস্যা হবে না।’

এ বিভাগের আরো খবর