ইংল্যান্ড জাতীয় দলের সাবেক গোলকিপার রে ক্লেমেন্স মারা গেছেন। ৭২ বছর বয়সী ক্লেমেন্স ২০০৫ সাল থেকে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন।
রোববার তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয় মৃত্যুর খবর। বিবৃতিতে বলা হয়, 'মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। যন্ত্রণার সঙ্গে কঠিন এবং দীর্ঘ লড়াইয়ের পর, অবশেষে তিনি শান্তিতে এবং যন্ত্রণা মুক্ত থাকবেন।'
১৯৬৬ সালে স্কানথ্রোপ ইউনাইটেডের হয়ে ক্যারিয়ার শুরু করেন ক্লেমেন্স। পরের বছর যোগ দেন লিভারপুলে। সেখানেই নিজেকে প্রতিষ্ঠা করেন ইংল্যান্ড ও ইউরোপের অন্যতম সেরা গোলকিপার হিসেবে।
লিভারপুলের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও পাঁচটি লিগ শিরোপা জিতেছেন ক্লেমেন্স। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৬১ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৮৮ সালে অবসর নেন ফুটবল থেকে।
এরপর টটেনহ্যাম হটস্পারের ম্যানেজারের ভূমিকাতে ছিলেন ১৯৯২-৯৩ মৌসুমে।