বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিফেন্ডার খুঁজছে বার্সেলোনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ নভেম্বর, ২০২০ ১৭:৪৩

বার্সেলোনা দলের চার সেন্টার ব্যাকের মধ্যে ফিট আছেন কেবল জেরার্ড পিকে ও ক্লেমঁ লংলে। চোটের কারণে মাঠের বাইরে ফ্রেঞ্চ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও উরুগুইয়ান ডিফেন্ডার রোনালদ আরাউহো।

স্প্যানিশ লিগে বার্সেলোনার ফর্ম একেবারেরি ধারাবাহিক নয়। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা আছে লিগ টেবিলের আট নম্বরে। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ নয় পয়েন্টে এগিয়ে থাকলেও ম্যাচ খেলেছে দুটি বেশি।

এর মধ্যেই এই মৌসুমে দারুণ খেলতে থাকা আনসু ফাতি হাঁটুর চোটে পড়ে পাঁচ মাসের জন্য চলে গেছেন মাঠের বাইরে। তবে কুমানের মাথাব্যথা দলের ডিফেন্স নিয়ে। 

বার্সেলোনা দলের চার সেন্টার ব্যাকের মধ্যে ফিট আছেন কেবল জেরার্ড পিকে ও ক্লেমঁ লংলে। চোটের কারণে মাঠের বাইরে ফ্রেঞ্চ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও উরুগুইয়ান ডিফেন্ডার রোনালদ আরাউহো। 

বিকল্পের স্বল্পতায় ইতোমধ্যেই বিপদে পড়েছেন কুমান। আরাউহো চোটে পড়ার পর বাধ্য হয়ে মিডফিল্ডার ফ্র্যাংকি ডি ইয়ংকে খেলিয়েছেন ডিফেন্সে। সেটি আর করতে চান না বার্সা বস। তাই বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন, জানুয়ারিতে আরেকজন সেন্টার ব্যাককে সই করানোর। 

সেই লক্ষ্যে বার্সেলোনার প্রথম পছন্দ স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া। ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ার ছাত্র ছিলেন। পরে যোগ দেন সিটিতে।

সামনের জুনে সিটিজেনদের সাথে চুক্তি শেষ হবে গার্সিয়ার। স্প্যানিশ গণমাধ্যমের মতে, শৈশবের ক্লাবে ফেরার জন্যে গার্সিয়া সিটির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না। 

তাকে ফেরানোর চেষ্টা করে বার্সেলোনা এবারের দলবদলেই। বার্সেলোনার ১৭ মিলিয়নের বিড ফিরিয়ে দেয় সিটি। স্প্যানিশ পত্রিকা 'স্পোর্ত এর মতে, জানুয়ারিতে আরেকটু কম দামে এই স্প্যানিশ ডিফেন্ডারকে কেনার চেষ্টা করবে কাতালানরা। 

গার্সিয়াকে না পেলে অন্যান্য খেলোয়াড়দের দিকেও চোখ রাখছে তারা। অন্য কোনো ডিফেন্ডার আনলে তাকে আনা হবে ধারে ছয় মাসের জন্য। সেই তালিকায় আছেন আর্সেনালের স্কোদরান মুস্তাফি, চেলসির আন্টোনিও রুডিগার ও লিভারপুলের জোল মাতিপ।

এ বিভাগের আরো খবর