বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে তার করোনা পরীক্ষা করা হয়।
রোববার সকালে পরীক্ষার ফল পজিটিভ এসেছে। জাতীয় দলের বাকি সদস্যদের কারও করোনা ধরা পড়েনি।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। তিনি জানান, ৪১ বছর বয়সী ডের কোন উপসর্গ নেই। তাকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।
হেড কোচের করোনার কারণে, জাতীয় দলের রোববার সকালের অনুশীলন পিছিয়ে বিকেলে নিয়ে যাওয়া হয়।
আইসোলেশনে থাকায় নেপালের বিপক্ষে জাতীয় দলের দ্বিতীয় ম্যাচে ডাগ আউটে দেখা যাবে না ডেকে।
ম্যাচে তার বদলে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ পল ওয়াটকিস।
নেপালকে প্রথম ম্যাচে ২-০ গোলে হারায় বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।