বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেশনস লিগে রাতে মুখোমুখি পর্তুগাল ও ফ্রান্স

  •    
  • ১৪ নভেম্বর, ২০২০ ১১:৪৬

বড় এই ম্যাচের আগে দুই দলের প্রস্তুতি ছিলো পুরোপুরি বিপরীত। প্রস্তুতি ম্যাচে দুর্বল অ্যান্ডোরাকে ৭-০ গোলে হারিয়ে নিজেদের ফর্মের জানান দিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২-০ গোলে হেরে যায় ফিনল্যান্ডের কাছে।

ইউয়েফা নেশনস লিগের এ-লিগের তিন নম্বর গ্রুপে রাতে মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল। লিসবনে ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।

ম্যাচে জয়ী দল পৌঁছাবে গ্রুপের শীর্ষে। চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট করে পেয়েছে ফ্রান্স ও পর্তুগাল দুই দলই। এখন পর্যন্ত অপরাজিত আছে তারা।

বড় এই ম্যাচের আগে দুই দলের প্রস্তুতি ছিলো পুরোপুরি বিপরীত। প্রস্তুতি ম্যাচে দুর্বল অ্যান্ডোরাকে ৭-০ গোলে হারিয়ে নিজেদের ফর্মের জানান দিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ২-০ গোলে হেরে যায় ফিনল্যান্ডের কাছে।

ফ্রান্সের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নিশ্চিত ভাবেই একাদশে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালডো। অ্যান্ডোরার বিপক্ষে বদলি হিসেবে তাকে নামিয়েছিলেন কোচ ফার্নান্দো সান্তোস।

রোনালডোর সঙ্গে আক্রমণভাগে থাকছেন বার্নার্দো সিলভা এবং জোয়াও ফিলিক্স।

ফ্রান্স ধুঁকছে ইনজুরি সমস্যায়। উইঙ্গার কিংসলে কোমান ছিটকে গেছেন ইনজুরিতে। চোট পাওয়া কিলিয়ান এমবাপে দলের সঙ্গে অনুশীলন করলেও, ম্যাচে তার খেলা নিশ্চিত নয়। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্যে অপেক্ষা করবেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

এমবাপে না খেলতে পারলে, লিসবনে জিততে অভিজ্ঞ পল পগবা, এনগলো কাঁতে এবং আঁতোয়া গ্রিজমানের ওপর ভরসা রাখবে ল্য ব্লু।

নেশনস লিগের অন্য দুই ম্যাচে রাতে একই সময়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ইউক্রেইনের মাঠে নামছে চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি।

এ বিভাগের আরো খবর