বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় ম্যাচ জিতেছে ব্রাজিল। ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সাও পাওলোতে ম্যাচের একমাত্র গোলটি আসে রবার্তো ফিরমিনোর পা থেকে।
নিজেদের মাঠে নেইমারকে ছাড়াই খেলতে নামে লিওনার্দো তিতের দল। কুঁচকির চোটে টানা দুই ম্যাচ মাঠে বাইরে থাকতে হচ্ছে এই তারকা ফরোয়ার্ডকে।
ভেনেজুয়েলার বিপক্ষে শুরু থেকে অগোছালো ছিল ব্রাজিলের মাঝমাঠ৷ ম্যাচে তেমন প্রভাব বিস্তার করতে পারেননি রিবেইরো-অ্যালান-ডগলাস লুইজরা।
প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর পরিষ্কার সুযোগ পেয়েছিলেন রিচার্লিসন। তবে বক্সের ভেতর থেকে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন এভারটনের এই স্ট্রাইকার। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট।
বিরতির পর ফিরে এসেও ছন্দে ছিলো না সেলেকাওরা। তাদের খেলায় ছিলো না চেনা ছন্দ। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রাধান্য ধরে রাখতে পারেনি তারা এই অর্ধেও।
৬৭ মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে ব্রাজিল। এভারটনের পাস ভেনেজুয়েলার ডিফেন্স বিপদমুক্ত করতে না পারলে, বল পেয়ে যান ফিরমিনো।
সেখান থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি এই লিভারপুল ফরোয়ার্ড। ঐ এক গোলেই ম্যাচ জিতে নেয় ব্রাজিল।এই জয়ে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে সবার উপরে আছে ব্রাজিল।
সাত পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ৩-২ গোলে হারানো একুয়েডর আছে তিনে। আর চার নম্বরে আছে উরুগুয়ে।