আট মাস পরে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। প্রতিপক্ষ নেপাল। কোচ জেমি ডে যে ম্যাচ দুটিকে দেখছেন কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে।
নেপালের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড সুবিধের নয়। শেষ পাঁচ ম্যাচে জয় মাত্র একটি।
দুই প্রীতি ম্যাচের প্রথমটির প্রথমার্ধ শেষে সেই কাঙ্ক্ষিত জয়ের পথে বাংলাদেশ। স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের গোলে জেমি ডের শিষ্যরা প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।
ম্যাচের শুরু থেকেই অতিথিদের চেপে ধরে বাংলাদেশ। সেই চাপের ফল পাওয়া যায় ১৩ মিনিটের মাথায়।
ডান উইংয়ে কাট ইন করে দুজন ডিফেন্ডারকে বোকা বানান সাদ উদ্দীন। বক্সে তার ক্রসে পা ছুঁইয়ে বাংলাদেশকে এগিয়ে নেন জীবন।
এরপর গোলের বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ পেয়েছিলো লাল-সবুজের দল। ২০ মিনিটের মাথয় রাইট উইং থেকে করা জীবনের ক্রসে মাথা ছুঁইয়েছিলেন মোহাম্মদ ইব্রাহীম, তবে গোললাইনে তার হেড ফিরিয়ে দেন নেপাল ডিফেন্ডার।
মিনিট দুয়েক পরেই রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে হেড করেন ডিফেন্ডার তপু বর্মণ। কিন্তু হেডার গোলের ভেতর রাখতে পারেননি এই ডিফেন্ডার, বল চলে যায় বাইরে দিয়ে।
২৬ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক মোল্লার বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেপাল গোলরক্ষক কিরণ কুমার লিম্বুর হাত ছুয়ে ক্রসবারে লেগে চলে যায় কর্নারের জন্য।
বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো নেপালও। তবে সেগুলোর সদ্ব্যবহার করতে পারেনি তারা, অভিষিক্ত গোলরক্ষক আনিসুর রহমান জিকোকেও তাই মুখোমুখি হতে হয়নি তেমন কোন কঠিন পরীক্ষার।