ম্যাচের আগে কোচ জেমি ডে বলছিলেন, কাতার ম্যাচের প্রস্তুতিতে নজর তার। সে লক্ষ্যেই নেপালের বিপক্ষে অভিষেক হচ্ছে গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ফরোয়ার্ড সুমন রেজার।
কৌশলেও পরিবর্তন আনছেন কোচ জেমি। দল খেলতে পারে ৪-২-৩-১ ছকে।
অভিষিক্ত জিকোর সামনে রক্ষণভাগে আছেন তপু বর্মন, রিয়াদুল রাফি, বিশ্বনাথ ঘোষ ও রহমত মিয়া।
মাঝমাঠে ডাবল পিভোটে আছেন অধিনায়ক জামাল ভুইয়া ও মানিক মোল্লা। আক্রমণভাগে সাদ উদ্দিন, নাবীব নওয়াজ জীবন ও মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে লোন ফরোয়ার্ড হিসেবে থাকছেন অভিষিক্ত সুমন।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো
ডিফেন্স: তপু বর্মন, রিয়াদুল হাসান রাফি, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া,
মাঝমাঠ: জামাল ভুইয়া, মানিক মোল্লা
আক্রমণভাগ: সাদ উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, নাবীব নওয়াজ জীবন