তিন ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ম্যানেজার নিয়োগ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আমের খানকে এই দায়িত্ব দেয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আরেক সদস্য ইমতিয়াজ হামিদ সবুজকে।
নেপালের বিপক্ষে দুই ম্যাচ ও ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচে জীবন-জামালদের ম্যানেজার হিসেবে কাজ করবেন আমের খান। আপাতত এই তিন ম্যাচের জন্য নিয়োগ দেয়া হয়েছে ব্রাদার্স ইউনিয়নের এই কর্মকর্তাকে।
জাতীয় দলের পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজ।
দীর্ঘদিন জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন সত্যজিৎ দাস রুপু। তার জায়গা নিচ্ছেন আমের।
জাতীয় দলে প্রথমবার দায়িত্ব পেয়ে খুশি আমের খান বলেন, ‘নতুন দায়িত্ব সম্পর্কে (বৃহস্পতিবার) সন্ধ্যায় জানতে পেরেছি। নিজেও কাজ করতে মুখিয়ে আছি। এর আগে বয়সভিত্তিক দল দেখভাল করেছি। এবার সিনিয়র দলের হয়ে কাজ করব।’
১৩ ও ১৭ নভেম্বরে নেপালের সঙ্গে দুটি ম্যাচ ও ডিসেম্বরের চার তারিখ কাতারের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি।