বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার লক্ষ্যে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। সাও পাওলোতে ম্যাচ শুরু হচ্ছে শনিবার সকাল সাড়ে ছয়টায়।
বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে থাকা ব্রাজিলের দুশ্চিন্তা নেইমারের ইনজুরি। কুঁচকির ইনজুরির কারণে নিশ্চিত ভাবেই ম্যাচে থাকছেন না এই তারকা ফরোয়ার্ড।
দুই সপ্তাহ আগে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে ইস্তানবুল বেসিকসেহিরের বিপক্ষে খেলার সময় চোট পান তিনি।
নেইমারকে ছাড়াও কোচ লিওনার্দো তিতে পাচ্ছেন না রিয়াল মাদ্রিদের কাসেমিরো এবং বার্সেলোনার ফিলিপে কোতিনিয়োকে।তবে, তার জন্য স্বস্তির খবর চোট কাটিয়ে একাদশে ফিরছেন গোলিকিপার আলিসন বেকার এবং ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস।
দুই দলের পরিসংখ্যানে অনেকটা এগিয়ে ব্রাজিল। ২৬ বারের দেখায় ২১ বারই জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলার জয় মাত্র দুইটিতে।
শনিবার জিতলে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে ব্রাজিলের সামনে।
তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে সবার উপরে আছে, শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ড্র করা আর্জেন্টিনা।
চিরপ্রতিদ্বন্দ্বিদের চেয়ে এক ম্যাচ কম খেলা সেলেকাওদের সংগ্রহ ছয় পয়েন্ট।