বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্যারাগুয়ের বিপক্ষে ড্র আর্জেন্টিনার

  •    
  • ১৩ নভেম্বর, ২০২০ ১০:১৬

মেসি স্কোর করার পর, ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে গোল বাতিল করে দেন রেফারি। ভিডিও রিপ্লেতে ধরা পড়ে, গনসালেস ফাউল করেছেন রোমেরোকে। সেখান থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণের সূচনা করে আলবিসেলেস্তে।

বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। নিজ মাঠে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। দ্বিতীয়ার্ধে মেসির একটি গোল রেফারি বাতিল করে দেয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরায়, বলিভিয়া ও একুয়েডরের বিপক্ষে টানা দুই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল আর্জেন্টিনা।

কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ হারায় স্বাগতিক দল। বলের নিয়ন্ত্রণ নেয়ায় শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে সফরকারী দল।

২১ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। নিজেদের বক্সে মিহেল আলমিরনকে ফাউল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার লুকাস মার্তিনেস।

রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানালে, স্পট থেকে গোল করতে ভুল করেননি আনহেল রোমেরো।

আর্জেন্টিনাকে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি। বিরতির চার মিনিট আগে, জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচে সমতা ফেরান নিকোলাস গনসালেস।

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে নিজেদের প্রাধান্য বিস্তার করে আর্জেন্টিনা। প্যারাগুয়েকে কোনঠাসা করে মেসি-লাউতারো-ওকামপোসরা।

৫৭ মিনিটে ম্যাচে লিড নেয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। মেসি স্কোর করার পর, ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে গোল বাতিল করে দেন রেফারি।

ভিডিও রিপ্লেতে ধরা পড়ে, গনসালেস ফাউল করেছেন রোমেরোকে। সেখান থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণের সূচনা করে আলবিসেলেস্তে। ম্যাচের বাকি সময়ে আর্জেন্টিনা বার কয়েক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। নিজ মাঠে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ড্রয়ের পরও তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার উপরেই আছে আর্জেন্টিনা। তাদের পরবর্তী ম্যা মঙ্গলবার, পেরুর মাঠে।

এ বিভাগের আরো খবর