বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘নেপাল’ দিয়ে কাতার ম্যাচের প্রস্তুতি লক্ষ্য বাংলাদেশের

  •    
  • ১২ নভেম্বর, ২০২০ ১৯:২৪

শুক্রবার নেপালের সঙ্গে প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। এরপরেই ৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডে কাতার মিশনে নেমে যেতে হবে ফুটবলারদের। তাই দলকে সেভাবেই প্রস্তুত করছেন জাতীয় দলের কোচ জেমি ডে।

রাত পোহালেই নেপালের সঙ্গে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ আট মাস পর দেশের মাঠে ফিরছে ফুটবল। প্রথমে এমন ভাবনা ছিল সবার। তবে আগামী ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ চলে আসায় লক্ষ্য এখন কাতার।

নেপাল ম্যাচ দুটি দিয়ে তাই কাতারের প্রস্তুতি নেয়ার লক্ষ্য সাজিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, জাতীয় দলের কোচ ও খেলোয়াড়দের মধ্যে সেই ভাবনার প্রতিফলন দেখা যাচ্ছে।  

শুক্রবার নেপালের সঙ্গে প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। এরপরেই ৪ ডিসেম্বর বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডে কাতার মিশনে নেমে যেতে হবে ফুটবলারদের। তাই দলকে সেভাবেই প্রস্তুত করছেন জাতীয় দলের কোচ জেমি ডে।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এই ইংলিশ কোচ জানান, ‘কাতার ম্যাচের জন্য আমাদেরকে ২৩ বা ২৫ জন খেলোয়াড় প্রস্তুত করতে হবে। এখন আমরা দুটি ম্যাচ খেলব এবং কিছু খেলোয়াড় খেলার সময় পাবে। কাতারের বিপক্ষে ম্যাচের আগে আমাদের আরও দুটি ম্যাচ দরকার। তাহলে গুছিয়ে নেওয়ার জন্য চারটি ম্যাচ হবে।’

নেপাল ম্যাচে জেতার থেকে কাতার ম্যাচের জন্য ফুটবলারদের পুরোপুরি ফিট করে তোলাই উদ্দেশ্য জেমির।

বলেন, ‘আমরা সবাই জিততে চাই, কিন্তু আমার মনোযোগ শুধু জয়ের দিকে (নেপালের বিপক্ষে) নয়। খুশি হব যদি আমরা চারটি ম্যাচ খেলতে পারি এবং কাতারের বিপক্ষে চমৎকার একটা ম্যাচ খেলতে পারি। সামনের ছয় সপ্তাহে এ দিকেই আমাদের দৃষ্টি।’

নেপাল ম্যাচে কৌশলে তাই পরিবর্তন আনছেন জেমি। কাতার ভাবনা থেকে কালকের ম্যাচেও ফরমেশনেও রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিলেন তিনি।

‘নেপাল ম্যাচে আমরা আক্রমণাত্মক ছক সাজাব না। কেননা আমাদের কাতার ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে আমরা ৪-৪-২ বা ৪-৩-৩ ফরমেশনে খেলতে পারি। কৌশল সাজাব কাতার ম্যাচের প্রস্তুতি সামনে রেখে। আমরা জিততে চাই, কিন্তু এটা নিয়ে চিন্তিত নই।’

সব মিলিয়ে অনেকদিন পর আন্তর্জাতিক ম্যাচ দিয়ে মাঠে ফুটবল ফেরাটাই স্বস্তি জাতীয় দলের কোচের কাছে।

জেমি বলেন, ‘অবশ্যই নেপাল খুবই ভালো দল। তাদের কিছু খুবই ভালো এবং আক্রমণাত্মক খেলোয়াড় আছে। তাদেরকে হারানো কঠিন হবে। কিন্তু আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ফিটনেসের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এই সময়ের মধ্যে। খেলা, জয় পাওয়া এবং ফুটবলকে লম্বা সময় পর মাঠে ফেরানোর জন্যও আমরা মুখিয়ে আছি।’

এ বিভাগের আরো খবর