বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অ্যান্ডোরার বিপক্ষে পর্তুগালের গোল উৎসব

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ নভেম্বর, ২০২০ ১২:০৭

র‍্যাংকিংয়ে ১৪০ ধাপ পেছনে থাকা অ্যান্ডোরাকে ৭-০ গোলের বিরাট ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। অন্যদিকে স্পেন ও নেদারল্যান্ডসের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।

দুই দলের র‍্যাংকিংয়ে ফারাক বিস্তর। পর্তুগাল যেখানে পাঁচ নম্বরে, অ্যান্ডোরা সেখানে ১৪৫-এ। দুই দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিও যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল পার্থক্যটা। পর্তুগাল যে অ্যান্ডোরার জালে গুনে গুনে দিয়েছে সাত গোল! 

হালকা চোট সমস্যা থাকায় পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস ক্রিস্টিয়ানো রোনালডোকে নিয়ে কোনো ঝুঁকি নেননি। জুভেন্টাস ফরোয়ার্ডকে বেঞ্চে রেখেই মাঠে নামে পর্তুগাল। 

তবে তাতে তাদের ক্ষতি খুব বেশি হয়নি। মাত্র আট মিনিটের মাথায় সার্জিও অলিভেইরার পাস থেকে গোল করে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের এগিয়ে নিয়ে যান পেদ্রো নেতো। ২৯তম মিনিটে নেলসন সেমেদোর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন পৌলিনহো। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই নেতোর জায়গায় মাঠে নামেন রোনালডো। ম্যাচে প্রভাব রাখতে মাত্র ১১ মিনিট সময় নেন এই তারকা। তার পাস থেকে গোল করে পর্তুগালকে ৩-০ গোলে এগিয়ে নেন রেনাতো সাঞ্চেস। 

৬১ মিনিটে মারিও রুইয়ের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন পৌলিনহো। এরপর এমিলি গার্সিয়ার আত্মঘাতী গোলে অ্যান্ডোরা পিছিয়ে যায় পাঁচ গোলের ব্যবধানে। 

ম্যাচের অন্তিম মুহূর্তে রোনালডো ও হোয়াও ফেলিক্সের গোলে সাত গোলের বড় জয় নিশ্চিত করে পর্তুগিজরা। 

অন্যদিকে হাই-ভোল্টেজ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস ও স্পেন। ১৯ মিনিটে সার্জিও ক্যানালেসের গোলে এগিয়ে যায় স্পেন। ৪৭ মিনিটে ডাচদের সমতায় ফেরান ডনি ভ্যান ডি বিক। ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়। 

অন্যান্য উল্লেখযোগ্য প্রীতি ম্যাচে বেলজিয়ান সুইজারল্যান্ডকে ২-১ গোলে, জার্মানি চেক রিপাবলিকে ১-০ গোলে এবং ইতালি এস্তোনিয়াকে ৪-০ গোলে হারিয়েছে।

এ বিভাগের আরো খবর