বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিহীন বার্সার চেয়ে ভালো দল মেসিসহ বার্সা: কোমান

  •    
  • ১১ নভেম্বর, ২০২০ ১৪:৫৩

কোমান বিশ্বাস করেন, এলএমটেনকে নিয়েই বার্সেলোনা ভালো দল। এই ডাচম্যান নিশ্চিত যে, মৌসুম যত এগিয়ে যাবে মেসির পারফরম্যান্সের উন্নতি হবে। বার্সা সমর্থকদের উদ্দেশ্যে কোমান বার্তা, দলের অধিনায়ক বার্সার জন্য পুরো প্রতিশ্রুতিবদ্ধ।

বার্সেলোনা যখন বায়ার্ন মিউনিখের কাছে ৮-২-এর লজ্জাজনক হারের শোকে কাতর, ঠিক সে সময়ে কোচের দায়িত্ব নেন রোনাল্ড কোমান। ফুটবল জাদুকর লিওনেল মেসিও তখন বার্সা ছাড়ার চিন্তায় ব্যস্ত ছিলেন। পরে অবশ্য ক্লাবটিতে থেকে গেছেন আর্জেন্টাইন তারকা। কিন্তু চলতি মৌসুমে তার পারফরম্যান্স নিয়ে অসন্তোষ শুরু হয়েছে।

কোমান বিশ্বাস করেন, এলএমটেনকে নিয়েই বার্সেলোনা ভালো দল। এই ডাচম্যান নিশ্চিত যে, মৌসুম যত এগিয়ে যাবে, মেসির পারফরম্যান্সের তত উন্নতি হবে।

বার্সা সমর্থকদের উদ্দেশে কোমানের বার্তা, অধিনায়ক মেসি বার্সার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

কোমান কাতালান পত্রিকা এল’ইস্পোর্টিউ এবং স্পোর্টকে বলেন, ‘মেসি আমাকে দেখিয়েছে, সে জিততে চায়; সেরা থাকতে চায়। যদিও ক্লাবের সঙ্গে তার সমস্যা আছে।’

‘মেসিহীন বার্সার চেয়ে মেসিসহ বার্সা ভালো দল ছিল, আছে ও থাকবে। যখন আমি কোচের দায়িত্ব নিই, তারা বলেছিল যে মেসি খুশি নয়। আমরা তার (মেসির) বাসায় কথা বলেছি। সে তার কারণ ব্যাখ্যা করেছে আমার কাছে।

‘আমি তাকে বলেছি যে, একটা জিনিসই আমি শুধু পরিবর্তন আনতে পারি, তা হলো ফুটবল। প্রক্রিয়া, মাঠে তার পজিশন, দলে তার গুরুত্ব এগুলো। কিন্তু তার সঙ্গে ক্লাবের যে সমস্যা, তা পরিবর্তন করতে পারব না। প্রথম থেকে আমি এটাই বলে আসছি। মেসি সেরা এবং দলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

সম্প্রতি দলে মেসির ‘অসন্তোষজনক’ পারফরম্যান্সের ব্যাখ্যা দিলেন কোমান। তিনি বলেন, ‘তার ভাগ্য খারাপ যাচ্ছে কয়েকটা ম্যাচে। কিন্তু আমি নিশ্চিত, মৌসুম শেষে তার অনেক স্বাভাবিক গোল থাকবে।’

লা লিগার পয়েন্ট টেবিলে নড়বড়ে অবস্থান বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য স্বস্তিতে আছে কাতালান দলটি।

কোমান ব্যাখ্যা দিলেন তারও। তিনি বলেন, ‘রেফারির কিছু সিদ্ধান্তের জন্য লিগে এই অবস্থা। তবে আমরা দলের চিত্র পাল্টাতে চেষ্টা করছি। ইতোমধ্যে খেলার মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে।’

এখন ফিফা উইন্ডো শুরু হওয়ায় দুই সপ্তাহ গুছিয়ে নেয়ার সময় পাচ্ছেন বার্সার কোচ। এ সময়ে দলের সমন্বয় গড়তে চেষ্টা করবেন বলে জানান কোমান।

এ বিভাগের আরো খবর