আগামী বছরে ফিফা উইন্ডোগুলোকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা র্যাঙ্কিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে প্রত্যেক উইন্ডোতে জাতীয় ফুটবল দলের জন্য প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থা।
মঙ্গলবার জাতীয় দল কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এমন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
তিনি বলেন, ‘আমাদের পরবর্তী ফিফা উইন্ডো রয়েছে আগামী মার্চে। সেখানে আমরা সাত দিন সময় পাব। এর পর জুনে ১৫ দিনের সময় আছে। সবগুলো উইন্ডো আমরা কাজে লাগাব।’
ফিফা উইন্ডোতে ম্যাচ রাখার জন্য ইতোমধ্যে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।
নাবিল বলেন, ‘খেলার জন্য আরও একটি দেশের সঙ্গে কথা চলছে। যাতে এই উইন্ডোগুলোতে ম্যাচ খেলা যায়।’
ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে কাতার। বাংলাদেশ থেকে মৌখিক সম্মতি দেয়া হয়েছে। ফিফার অনুমতি পেলেই কাতার ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন।
নাবিল বলেন, ‘যেহেতু কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাকি আছে। সেক্ষেত্রে আগামী দুয়েকদিনের মধ্যে ফিফা থেকে অনুমতি পেলে আমরা নেপাল ম্যাচের পর সেখানে ম্যাচ খেলে আসতে পারব। আমরা মৌখিক সম্মতিও দিয়ে রেখেছি।’
কাতার গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে দেশের জাতীয় দলকে। এই দুই সপ্তাহে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ফেডারেশন।
বাফুফের চতুর্থবারের এই সহ-সভাপতি বলেন, ‘সেখানে দুটি ম্যাচ খেলার বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমে একটি ম্যাচ থাকলেও পরে দুটি হয়েছে। দুটি দলই কাতারের লিগে খেলে।’