ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে কাতার। এরইমধ্যে অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ফিফা অনুমতি দিলেই নেপাল সিরিজ শেষে কাতার যাবে জাতীয় ফুটবল দল।
কাতারের প্রস্তাব পাওয়ার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
তিনি বলেন, ‘কাতারে গিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে খেলার আলোচনা চলছে। ফিফা থেকে একটা অনুমতির ব্যাপার আছে। যদি অনুমতি পাই তাহলে ম্যাচের দুই দিনের মধ্যে আমরা কাতারে চলে যাব ক্যাম্প করার জন্য।’
১৩ ও ১৭ নভেম্বর নেপালের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের একদিন পরই কাতারে যাওয়ার পরিকল্পনা বাংলাদেশের। কাতারের প্রস্তাবে প্রাথমিকভাবে রাজি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাতারে গেলে স্বাস্থ্যবিধি মেনে অন্তত ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে জাতীয় দলকে।
‘দুই সপ্তাহ সেখানে কোয়ারেন্টিন পিরিয়ড থাকবে। আমরা তাদের কাছে অনুমতি নিয়েছি পুরো সময়টা বাবলের মধ্যে থেকে অনুশীলনের সুযোগ দেয়া হবে,’ জানান নাবিল আহমেদ।
‘নেপালের সঙ্গে আমরা যেমন হোম ছিলাম, কাতারে অ্যাওয়ে দল হব। কাতারে গিয়ে খেলার প্রস্তাব তারাই দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা সেখানে যাব।’
ফিফার অনুমোদন পেলেই কাতার ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।