বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাসরিন স্পোর্টসের বড় জয়, ইউনাইটেড-গ্যালাকটিকোর ড্র

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ নভেম্বর, ২০২০ ২২:৩৮

নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি একপেশে ম্যাচে নাস্তানাবুদ করে জামালপুর কাচারিপাড়া একাদশকে। ৫-০ বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসরিন স্পোর্টস।

ট্রিকোটেক্স নারী ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বড় জয় পেয়েছে নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। একই রাউন্ডে কুমিল্লা ইউনাইটেড ও স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসির রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হয়েছে ড্রতে।

রোববার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছে কুমিল্লা ইউনাইটেড ও স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি। ৪৩ মিনিটে মাসুদার গোলে এগিয়ে যায় কুমিল্লা। বিরতির পর ৬৭ মিনিটে সিলেটকে সমতায় ফেরান বিপাশা।

ম্যাচের ৮৫ মিনিটে রোকসানার গোলে জয়ের পথে থাকে সিলেট। চার মিনিট পরেই তাদের আশাভঙ্গ করেন আশামনি। তার গোলেই হার এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা। ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়।

পরের ম্যাচে উত্তেজনার ছিটেফোটাও দেখা মিলেনি। নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি একপেশে ম্যাচে নাস্তানাবুদ করে জামালপুর কাচারিপাড়া একাদশকে। ৫-০ বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসরিন স্পোর্টস।

দলের হয়ে জোড়া গোল করেন স্বপ্না রানি। একবার করে জালে বল জড়ান রাজিয়া খাতুন, ঋতুপর্না চাকমা ও রেহেনা আক্তার।

সপ্তম রাউন্ডে সোমবার একমাত্র ম্যাচে একই ভেন্যুতে লড়বে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও এফসি উত্তরবঙ্গ।

এ বিভাগের আরো খবর