করোনা থেকে ফিরে আগের ম্যাচে করেছিলেন জোড়া গোল। পরের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালডো গোল করলেও তাতে শেষ রক্ষা হয়নি ইউভেন্তাসের। শেষ মুহূর্তে গোল হজম করে তুরিনের দলটি লাৎসিওর সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।
ইউভেন্তাসের হয়ে রোনালডো গোল করেন ১৫ মিনিটের মাথায়। অন্যদিকে লাৎসিওর হয়ে সমতাসূচক গোলটি ফেলিপে কাইসেদো করেন খেলার একদম শেষ মিনিটে।
করোনাভাইরাস আক্রান্ত হবার পর রোববারই প্রথম একাদশে সুযোগ পান রোনালডো। কোচ আন্দ্রেয়া পিরলো যে তাকে রেখে ভুল করেননি, সেটার প্রমাণ দেন মাত্র ১৫ মিনিটেই।
হুয়ান কুয়াদ্রাদোর পাসে পা ছুঁইয়ে লাৎসিওর জালে বল জড়ান এই পর্তুগিজ। এটি ছিল এই মৌসুমের সেরি আতে রোনালডোর পঞ্চম গোল।
পিছিয়ে যাবার পর ঘরের মাঠে আক্রমণে এগিয়ে ছিল লাৎসিও। একের পর এক আক্রমণের ফল পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত।
৯৪তম মিনিটে পায়ের দারুণ ভেলকি দেখিয়ে ইউভেন্তাস বক্সে ঢুকে পড়েন হোয়াকিন কোরেয়া। তার পাস থেকে দারুণ এক ফিনিশে দলকে এক পয়েন্ট এনে দেন কাইসেদো।
এই নিয়ে লিগের সাত ম্যাচে চতুর্থবারের মত ড্র করল ইউভেন্তাস। সাত ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে সাত ম্যাচে ১১ পয়েন্ট লাৎসিওর।