বছরজুড়ে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ফুটবলে সরগরম থাকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। দিন দিন কার্যকারিতা হারাচ্ছে দেশের এই প্রধান ভেন্যু। স্টেডিয়ামের পরিবেশের কারণে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন মনে করেন, আন্তর্জাতিক ভেন্যুটি বন্ধ করে দিতে পারে ফিফা।
রোববার নিজের শঙ্কার কথা জানান তিনি। বলেন, ‘যেখানে খেলছি (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সেটা যখন তখন ফিফা এএফসি বন্ধ করে দিতে পারে। এখন সম্পর্কের কারণে আমাদের খেলতে দিচ্ছে। তবে এই বিপদটা রয়েই গেছে।’
এর আগেও নানা সময় ফিফা-এএফসির সমালোচনার মুখে পড়েছে এই ভেন্যু। ২০১১ সালে আর্জেন্টিনা-নাইজিরিয়া ম্যাচেও ভেন্যুকে নিয়ে সমালোচনা হয়েছে। পরে ম্যানচেস্টার ইউনাইটেডের এক পরিদর্শক ভেন্যুর পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
এর সমাধান চান সালাউদ্দিন। ফুটবলের জন্য নিবেদিত আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম চান তিনি। যেখানে ফিফা-এএফসির নির্দেশিত সুবিধাগুলো থাকবে।
সালাউদ্দিন বলেন, ‘আমি আমার কমিটি নিয়ে যাব প্রধানমন্ত্রীর কাছে। ফিফা কমপ্লায়েন্স একটা স্টেডিয়াম চাইব। এটা নিয়ে ইতিমধ্যে নিয়ে কয়েক জায়গায় কথা বলেছি। অফিসিয়ালি শিগগিরই পদক্ষেপ নেব।’
আপাতত বঙ্গবন্ধু স্টেডিয়ামের বিকল্প নেই বাফুফের কাছে। নেপালের সঙ্গে ম্যাচের পর প্রিমিয়ার লিগের ম্যাচ হচ্ছে এখানেই।
নেপালের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে করা হচ্ছে বলে জানিয়েছে বাফুফে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই ম্যাচ আয়োজিত হচ্ছে বলে জানায় ফেডারেশন।
ম্যাচে সীমিত দর্শক রাখছে বাফুফে। সব মিলে স্বাস্থবিধি মেনে আট হাজার দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। পাঁচশ টাকা ধরা হয়েছে ভিআইপি গ্যালারির টিকিট মূল্য। সাধারণ গ্যালারিতে ধরা হয়েছে একশ টাকা। দর্শকরা গ্যালারিতে প্রবেশ করতে পারবেন ৫, ১৩, ১৪, ১৬, ১৮ ও ১৯ নম্বর গেট দিয়ে।