বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিভারপুলের শীর্ষে পৌঁছানোর বাধা সিটি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ নভেম্বর, ২০২০ ১৪:৩৩

চ্যাম্পিয়ন লিভারপুল রাত সাড়ে ১০টায় নামছে ম্যানচেস্টার সিটির মাঠে। ম্যাচের আগে দুই দলের ক্যাম্পে পুরো বিপরীত চিত্র। লিভারপুল আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। আর ম্যান সিটি আছে ১২ নম্বরে।

গত দুই মৌসুম এই দুই দলের লড়াই মানেই ছিল ব্রিটিশ ফুটবলের সেরা ম্যাচ। লিভারপুল ও ম্যানচেস্টার সিটি আগের দুই মৌসুমে নিজেদের নিয়ে যায় অন্য ক্লাবগুলোর ধরা-ছোঁয়ার বাইরে। এবারে অবশ্য ভিন্ন চিত্র।

চ্যাম্পিয়ন লিভারপুল রাত সাড়ে ১০টায় নামছে ম্যানচেস্টার সিটির মাঠে। ম্যাচের আগে দুই দলের ক্যাম্পে পুরো বিপরীত চিত্র। লিভারপুল আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। আর ম্যান সিটি আছে ১২ নম্বরে।

রোববারের ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে লিভারপুল। আর সিটির জয় এক টানে তাদের নিয়ে আসবে চার নম্বরে। দুই কোচের কাছেই ম্যাচটি তাই পাচ্ছে ভিন্ন মাত্রা।

পেপ গার্দিওলার সিটি ধারাবাহিকতার অভাবে ভুগেছে মৌসুমের শুরুতে। তবে ধীরে ধীরে নিজেদের ফিরে পাচ্ছে সিটিজেনরা।

লিগে শেষ চার ম্যাচে হারেনি গার্দিওলার দল। শেষ তিন ম্যাচে কোনো গোল হজম করেনি।

ম্যাচে সিটির হয়ে নিশ্চিত ভাবেই থাকছেন না সার্হিও আগুয়েরো। তবে ম্যাচে দেখা যেতে পারে গাব্রিয়েল জেসুসকে।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকেও ভাবাচ্ছে ইনফর্ম ফরোয়ার্ড দিয়োগো জোতার চোট। ম্যাচে খেলতে পারবেন এই পর্তুগিজ তেমনটাই আশা লিভারপুল বসের।

দুই দলের শেষ চার দেখায় তিনবার জিতেছে লিভারপুল। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে শেষ তিন ম্যাচে জয় ছিল সিটির। ঐ তিন ম্যাচে তারা গোল করেছে ১১টি।

এ বিভাগের আরো খবর