বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুদ্ধশ্বাস ম্যাচে ডর্টমুন্ডকে হারাল বায়ার্ন

  •    
  • ৮ নভেম্বর, ২০২০ ১১:১৯

'ডার ক্লাজিকার' নামের পরিচিত এই লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে তারা হারিয়েছে ৩-২ গোলে। এটি ছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বায়ার্নের টানা চতুর্থ জয়।

বুনডেসলিগার সবচেয়ে বড় ম্যাচে আরও একবার জিতল বায়ার্ন মিউনিখ। 'ডার ক্লাজিকার' নামের পরিচিত এই লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে তারা হারিয়েছে ৩-২ গোলে।

এটি ছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বায়ার্নের টানা চতুর্থ জয়। এতে করে একক ভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ডর্টমুন্ডের মাঠে শুরু থেকেই ম্যাচে ছিল দারুণ গতি। দুই দলই অ্যাটাক ও কাউন্টার অ্যাটাকে খেলতে থাকে পুরো মাঠ জুড়ে।

২৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বায়ার্ন। রবার্ট লেওয়ানডোভস্কির গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

প্রথম বৈধ গোলের দেখা পায় স্বাগতিক দল প্রথমার্ধের শেষ মিনিটে। রাফায়েল গেরেরোর পাস থেকে ডর্টমুন্ডকে লিড এনে দেন মার্কো রয়েস।

খুব বেশিক্ষণ পিছিয়ে ছিল না বায়ার্ন। ইনজুরি টাইমে টমাস মুলারের ফ্রি-কিক থেকে পাওয়া বলে, ম্যাচে সমতা ফেরান ডাভিড আলাবা।

বিরতির পরও আক্রমণাত্মক মেজাজ ধরে রাখে দুই দল। দ্বিতীয়ার্ধের দুই মিনিটের সময় দলকে এগিয়ে দেন লেওয়ানডোভস্কি।

তাকে অ্যাসিস্ট করেন লুকাস এর্নানদেস।

স্কোরলাইনকে ৩-১ বানিয়ে দেওয়ার পেছনেও হাত ছিল এই পোলিশ স্ট্রাইকারের। ৮০ মিনিটে তার বাড়ানো বলেই ম্যাচে বায়ার্নের অবস্থান শক্ত করেন লেরয় সানে।

দুই গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ডর্টমুন্ড। তিন মিনিট পরই আর্লিং হালান্ড ব্যবধান কমান স্বাগতিক দলের।

শেষ সময়ে ডর্টমুন্ড মরিয়া চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি। ৯৩ মিনিটে লেওয়ানডোভস্কির গোল আবারও বাতিল করে দেন রেফারি।

ফলে, ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এই জয়ে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে আছে বাভারিয়ানরা।

সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ডর্টমুন্ড। ১৬ পয়েন্ট পাওয়া লাইপসিগ আছে দুইয়ে।

এ বিভাগের আরো খবর